প্রিয় পাঠক পাঠিকা ভাই বোনেরা আমার আশা করি আল্লাহ্ তায়ালা র রহমতে আপনারা সকলেই ভালো আছেন।।।
এই করোনা কালিন সময়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এই কামনা করি।।
করোনা এমন এক মহামারি যা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে।।
এর থেকে আমাদের বাঁচার উপায়
নিজে সব সময় সময় সাবধানে থাকা।।
এই করো না কালিন সময়ে আমি করোনা সম্পর্কিত
একটি কবিতা লিখেছি।।।
কেমন হয়েছে জানি না তবে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি।।।
কবিতার নাম হলো:সতর্ক বাণী
এই সময়ে আমাদের সকলকে কতটা সতর্ক থাকতে হবে আমরা সকলেই জানি।।।
এখনো এই মহামারীর ঔষুধ আবিষ্কার হয় নি।।
সেজন্য আমাদের কে অবশ্যই করোনা ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে
মাস্ক পরতে হবে।।
হ্যান্ড স্যানিটাইজার দিয়ে প্রতি নিয়ত হাত পরিষ্কার করতে হবে।।
আল্লাহ্ তায়ালা অবশ্যই আমাদের সকলকে এই মহামারি হতে রক্ষা করবেন আমিন।।।
জানি এই করোনা ভাইরাস নিয়ে সবাই অনেক কবিতা লিখেছেন
আমি ও আমার মতো করে ছোট্ট একটা কবিতা লিখেছি ।।
কতটা গ্রহনযোগ্যতা পাবে জানি না।।
তবে, এটা অবশ্যই মানি এই ছোট্ট ছোট্ট করে লিখতে লিখতে ভুল করে লিখতে লিখতে একদিন সঠিক ভাবে লিখতে পারবোই ইনশাআল্লাহ।।।
আমার সবাই দোয়া করবেন এই লেখা লেখির কাজটি যেন এগিয়ে নিয়ে যেতে পারি।।।
তো শুরু করা যাক কবিতাটি:
বহে বাতাস চারপাশে
অদৃশ্য কালো ছায়া যেন-
ছোটে তার পিছু হয়ে
আগমনী পাখিরা দিচ্ছে সতর্ক বাণী।।।
মেঘেরা বলছে তাদের সাথে
কত কথা কিনা জানি
ঘাস ফুলের রং হয়েছে কালচে
ফড়িং এসে অবাক হয়ে দেখছে তাকে
সবুজ কেমনে কালচে হলো
মাথায় ঢোকে না তার যে-
দিন শেষে সবাই বলে
মেঘেরা দিয়েছে পাড়ি
সাবধান হও বলতে- বলতে
বৃষ্টি এসেছে বাড়ি
পাহাড়ে কে যেন দাঁড়িয়ে থেকে
দৃষ্টি রাখে সবার উপর
এই দেখে মেঘের দল ছুটে এসে দিচ্ছে দোর লাগি
হঠাৎ করে বৃষ্টি দিলো ছেড়ে
মেঘেরা বলে দিয়ে এসো গিয়ে সতর্ক বাণী।।
বৃষ্টি এলো আপন ছন্দে
এই দেখে মেঘ বালিকারা চিন্তায় রইল
রহো হে রহো সাবধানে রহো
দিলো আকাশ বানী;
ভাবছে গবেষণা গারে
কত কিনা জানি।।
দিন রাত তারা এক করে ভাবছে অনেক খানি
অন্ধকার কেটে দিনের আলো ফুটবেই
এই অঙ্গিকার নিয়ে কাজ করছে তারা
কত চিন্তা ভাবনা না জানি।।।
ভাসছে মেঘ উড়ছে পাখি
দিনরাত তারা বলছে
সতর্ক বাণী।।
জানায় তাদের সালাম
নিজে নিজে সাবধান হবে;
এটাই সবার অঙ্গীকার।।