আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা সচরাচর দেখে আসছি যে, গ্রাথর ডট কম- এ অনলাইন ইনকাম বা এর সাথে সম্পর্কিত লেখাগুলো বেশী প্রকাশিত হয়। সবাই আমরা কম বেশী অনলাইন ইনকাম করতে চাই।
অনলাইনে উপার্জনের ক্ষেত্রে যে কোন ধরনের কাজ করার পূর্বে সেই কাজের পেমেন্ট প্রক্রিয়াটি সম্পর্কে নিশ্চিত হতে হয়। আর তাই আজ আমি আলোচনা করব কিভাবে আপনারা Skrill একাউন্ট তৈরি করবেন এবং তা ভেরিফিকেশন করবেন সে সম্পর্কে। যেহেতু লেখাটি অনেক বড় তাই এটাকে আমি তিনটি পর্বে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। গ্রাথর কর্তৃপক্ষ অনুমোদন দিলে আপনারা লেখাটি পড়তে পারবেন আশা করি। তো চলুন শুরু করা যাক ১ম পর্বঃ
আমরা প্রথমেই জানবো Skrill কি?
আমরা যারা অনলাইনে আউটসোর্সিং করে থাকি তাদের কাছে Skrill শব্দটি খুবই পরিচিত। Skrill হলো একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। Skrill এর পূর্ব নাম ছিল “Moneybookers”। পরে 2012 সালে এর নাম পরিবর্তন হয়ে Skrill এ রূপ নিয়েছে। Skrill কে ধরা হয় Paypal এর প্রধান বিকল্প হিসেবে। আপনারা জানেন অনলাইন পেমেন্ট সিস্টেমে Paypal সর্বাধিক জনপ্রিয়। কিন্তু পৃথিবীর সকল দেশেই পেপাল সাপোর্ট করেনা, আর তাই সেসব দেশের জন্য Skrill হলো একটি আদর্শ পেমেন্ট মাধ্যম।
তবে Paypal থেকে Skrill কোন অংশে কম নয়। এটি পেপালের মতোই নিরাপদ দ্রুত এবং সাশ্রয়ী লেনদেন পদ্ধতি। আপনি যেকোন Skrill ব্যবহারকারীকে যে কোন মুহূর্তে যে কোন পরিমাণ অর্থ ট্রান্সফার করতে পারেন মুহূর্তের মধ্যেই, আর এর জন্য কোন প্রকার ব্যাংক অ্যাকাউন্ট এর প্রয়োজন নেই শুধুমাত্র একটি ইমেইল এড্রেস এর মাধ্যমেই এটি করা সম্ভব। বিশ্বের অনেক বড় বড় কোম্পানি Skrill এর মাধ্যমে পেমেন্ট কার্যক্রম পরিচালনা করে থাকে। তার মধ্যে Freelance, Envato Marketplace (ThemeForest), 99Designs, উল্লেখযোগ্য।
আমাদের দেশও Paypal সাপোর্টেড নয়, তাই সে ক্ষেত্রে Skrill একটি প্রধান বিকল্প। কিভাবে স্ক্রিল এ একাউন্ট তৈরি করবেন এবং তা ভেরিফিকেশন করবেন সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
যেভাবে Skrill একাউন্ট তৈরি করবেন।
Skrill একাউন্ট তৈরী করার জন্য প্রথমেই skrill.com সাইটে যান। আপনার যদি নিজের NID থাকে, তাহলে উক্ত NID মোতাবেক ইনফরমেশন গুলো যথাযথভাবে লিপিবদ্ধ করুন। তবে আপনার যদি নিজের কোন এনআইডি না থাকে তাহলে আপনি আপনার পরিবারের যে কারো এনআইডি দিয়ে একাউন্ট তৈরি করতে পারেন। যেহেতু এটি অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত তাই অনুগ্রহ করে সঠিক তথ্য গুলো প্রদান করুন।
First Name and surname : এখানে আপনার given nameএবং Last Name প্রদান করুন।
Country: Country অটোমেটিকভাবে বাংলাদেশ সিলেক্ট হবে। তবে যদি না হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করুন।
Currency: যেহেতু আমরা বেশিরভাগ USD (US Dollars) তে পেমেন্ট আদান-প্রদান করে থাকি তাই Currency তে USD সিলেক্ট করুন। Email: এখানে আপনার ইমেইল এড্রেসটি প্রদান করুন। Paasword: এখন এখানে আপনার পাসওয়ার্ড প্রদান করুন। সব সময় একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের চেষ্টা করবেন।
উপরোক্ত ফর্মে তথ্য গুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Register বাটনে ক্লিক করুন। Resistor বাটনে ক্লিক করার পর Your Details পেজ প্রদর্শিত হবে। এখানে আপনার Address, Date of Birth এবং Mobile Number প্রদান করতে হবে।