পৃথিবীর সব মানুষেইর কম বেশী ভবিষৎতে েকি হবে তা জানার আগ্রহ রয়েছে। সেই অতীত কাল থেকে এ বিষয় নিয়ে মানুষ চিন্তা করে আসছে। অতীতে মানুষ ভবিষৎবানী করেছে জ্যোতিবিদ্যা থেকে চন্দ্র সূর্য অবস্থান গণনা করে।বর্তমানে কিন্তু বিজ্ঞান অনেক উন্নতি করেছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না।আজকে আমি আপনাদের কে আমাদের ভকবষৎতে পৃথিবী কেমন হতে পারে তার কিছু ধারণা দিব।বিজ্ঞানীদের অনুমান অনুায়ায়ী 2050 সালে আমাদের ঘরবাড়ী ও আসবাবপত্র কেমন হবে েএই সম্পের্কে যদি বলি 2050 সালে পৃথিবীর বড় বড় শহর গুলোর আরো উন্নতর সিটিতে রুপান্তর হবে। শহর গুলোর স্মার্ট শহরে পরিনত হবে। সেখানে অনেক সুবিধা থাকবে যা পুরো পুরি টেকনলোজি নির্ভর হবে। ঘরবাড়ি গুলোও স্মার্ট ঘরে রুপান্তর হবে। আপনি ইন্টারনেট ও অ্যাপসের মাধ্যেমে আপনার ঘরের এসি, ফ্রিজ, লাইট, টেলিভিশন, সিসি ক্যামেরা প্রভৃতি অন করতে পারবে। ঘরে ঢোকার আগেই আপনি বাহির থেকে ঘরের এসি, লাইট অন করতে পারবেন। আপনি যে কোন জায়গা থেকে আপনার ঘরের উপর নজর রাখতে পারবেন। এবার আসি ভবিষৎতের গাড়ির কথায় আপনি ইতিমধ্যেই হয়তো জেনে থাকবেন মাইক্রোসফট, গুগল ও অন্যান্য কোম্পানি একধরনের গাড়ি তৈরি কাজ করছে যে গাড়ি আপনা আপনি চলবে যার কোন ড্রাইভারের প্রয়োজন নেই। আপনি শুধু বলে দিবেন কোথায় যাবেন ব্যাস গাড়ি আপনাকে সেই জায়গায় পৌছে দেবে। আপনি হয়তো ভাবছেন তাহলে দূঘটনা বেড়ে যাবে। কিন্তু এমনটা হবে না কারণ সবগাড়িগুলো হবে সেনসর নির্ভর রাস্তা গুলো হবে সেনসর নির্ভর ও সম্পূর্ন কম্পউটারাইজড। বর্তমানে কয়েকটি উন্নত দেশী স্বয়ঃ চালিত মেট্রো রেল চালু হয়েছে সেখানে শুধু প্যাছেনজারই থাকে কোন ড্রাইভার থাকে না। এভাবেই 2050 সালের ভিতর গাড়ি গুলো ধিরে ধিরে কয়েকটি উন্নত দেশে ডেপলোবকৃত রাস্তায় স্বয়ঃক্রিয় গাড়ি গুলো জায়গা করে নেবে। কেমন হবে শিক্ষা ব্যবস্থা 2050 সাল নাগাদ ক্লাস গুলোতে হাই টেক টেকনলোজি থাকবে যা দ্বারা পড়াশুনার পদ্ধতি পুরোপুরি বদলে যাবে।কেমন হবে জনসংখ্যা 2050 সালে পৃথিবীর জনসংখ্যা 960-970 কোটি হবে। 2050 সাল নাগাদ মানুষের প্রায় 50% চাকরী চলে যাবে কারণ সেসব ক্ষেত্রে রোবট অনেক বেশী কর্মদক্ষতা দেখাবে। 2050 সালে আমাদের জীবনযাত্রা মান অনেক বাড়বে এটা যেমন ঠিক তেমনি মানুষ অনেক সমস্যা মুখমুখি হবে। এক রিপোট অনুযায়ই 2050 সাল নাগাদ পৃথিবীর তাপমাত্র এত বারবে যে এন্টারটিকার বরফ গলে গিয়ে সমুদ্র সীমা বেড়ে যাবে। ইতিমধ্যে আমরা তিনটি বড় দ্বিপ হারিয়েছি সমুদ্রসীমা বাড়ার কারণে। ভবিষৎ অবস্থা কেমন হতে পারে আপনারাই ভেবে দেখুন। আজ এ পযন্তই ভাল থাকবেন সবাই।
বিশ্ব-গ্রাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ধারণা । জানতে হলে এই পোষ্টটা সম্পূর্ণ পড়ুন।
আসসালামুআলাইকুম বন্ধুরা , আশা করি আপনারা সবাই ভাল আছে। আপনাদেরসুস্থতা কামনা করি যাতে আপ্নারা ভালো থাকতে পারেন। আমরা আজকের পোস্টটি...