আসসালামুআলাইকুম সুপ্রিয় পাঠক/পাঠিকাগণ আসা করছি সবাই ভালো আছেন।
ব্লগিং/ইউটিউব কিংবা যেকোনো ওয়েবসাইটে কাজ করে কিছু টাকা ইনকাম করতে চাওয়া অনেকের সপ্ন।আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যেটির প্রয়োজন সেটি হচ্ছে গুগল এডসেন্স।ব্লগিং কিংবা ইউটিউব এর শুরু থেকে শেষ পর্যন্ত যেতে এই এডসেন্স আমাদের সাহায্য করে।
কারণ ব্লগ কিংবা ইউটিউব থেকে এডসেন্স এড এর মাধ্যমেই প্রচুর ইনকাম করা সম্ভব।কিন্তু এই এডসেন্স অনুমোদন পাওয়ার আগে এবং পরে আমাদের মনে অনেক প্রশ্ন আসে।সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা মারাত্মক কিছু ভুল করে থাকি যার ফলে কোনোদিনই এডসেন্স এর মাধ্যমে ইনকাম করা সম্ভব হয় না।
তো আজকের আর্টিকেল আপনাদের এমন কয়েকটি কমন প্রশ্নের উত্তর যেগুলো আপনাদের মনে এসে থাকে বার বার সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি।তাহলে চলুন শুরু করা যাক।
গুগল এডসেন্স অনুমোদন সিস্টেম মূলত কি?অথবা আবেদন করার কখন পাবেন?
গুগল এডসেন্স হলো বড় একটি বিজ্ঞাপন মাধ্যম গুগলের।যেটি আপনাদের ব্লগে অনুমোদন করলেই আপনার ইনকাম হওয়া শুরু হয়।এইটাই হলো মুলত গুগলের এডসেন্স অনুমোদন সিস্টেম।
এখন কথা হলো রিকোয়েস্ট করার পর কখন আপনার ব্লগের এডসেন্স অনুমোদন হবে ? সহজ কথায় বলতে গেলে এডসেন্স অনুমোদন পেতে আপনার ব্লগটি প্রথমে গুগলে রেঙ্ক করতে হবে। প্রত্যেকটা পোস্ট চেষ্টা করবেন ১০০০-১৫০০শব্দের লিখার। তারপর আপনি এডসেন্স এর অনুমোদন খুব সহজেই পাবেন।
কত পরিমান ট্রাফিক থাকলে ব্লগে এডসেন্স অনুমোদন পাবেন?
এই প্রশ্নটা প্রত্যেকটি নতুন ব্লগার এর মনে এসে থাকে। তো এই প্রশ্নের উত্তর হলো ব্লগে এডসেন্স এর জন্য আবেদন করার জন্য নরমালি কোনো নির্দিষ্ট ভিজিটর আসার প্রয়োজন হয় না।ভিজিটর ততটা বিষয় না।
তবে আপনার ব্লগে প্রতিদিন কমপক্ষে ৫০ থেকে ১০০ এর মত ভিজিটর আসলে আপনি খুব সহজে এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
তাও নরমালি ৮০০০-১০০০০ভিজিটর আপনার ব্লগে হয়ে গেলে আপনি এডসেন্স এর জন্য আবেদন করলে বেশি ভালো হবে।
কিভাবে এডসেন্স পিন ভেরিফিকেশন করবেন?
এডসেন্স থেকে টাকা তোলার আগে গুগল আপনার কাছে একটি পিন ভেরিফিকেশন এর চিঠি পাঠাবে।যেটির মাধ্যমে আপনার কাছে একটি কোড আসবে।
তো এই ভেরিফিকেশন এর মাধ্যমেই আপনি আপনার টাকা সম্পূর্ণ ভাবে হতে পেয়ে যাবেন।নরমালি আবেদন করার কয়েক সপ্তাহ পরে আপনার কাছে চিঠি চলে আসবে।কিন্তু তাও না আসলে আবার আবেদন করতে পারেন।
কিভাবে আর কত টাকা হলে কিসের মাধ্যমে টাকা হাতে পাবেন?
এডসেন্স এর সবকিছু ঠিকঠাক ভাবে সম্পূর্ণ থাকলেই ১০০ডলার আপনার ব্যালেন্সে জমা হওয়া মাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা চলে যাবে।
প্রত্যেক বার ঠিক একইভাবে ডলার কমপ্লিট হওয়া মাত্র পেমেন্ট পেয়ে যাবেন।
গুগল এডসেন্স কেনো ডিসেবল হতে পারে?
আপনি যদি গুগল এডসেন্স এর অনুমোদন পেয়েও যান সঠিক নিয়ম পালন না করার কারণে আপনার এডসেন্স ডিসেবল হতে পারে।
আর একবার এডসেন্স ডিসেবল হলে কোনোভাবে আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না।সুতরাং সঠিক নিয়ম মেনে পোস্ট করবেন ব্লগে।
তো আসা করছি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।উপকারে আসলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন।ধন্যবাদ