একটা মধ্যম বয়সি ছেলে কলেজে পড়া একটা ছেলেকে তুই কইরা বলায়, কলেজে পড়া ছেলেটি ওই মধ্যম বয়সি ছেলেটাকে খুব মারে।মাইর খাবার পরে ওই ছেলেটি কেদে ফেলে এবং বলে। আমার বড় ভাই রে আনুম দেইক্ষা লইস।
তারপর ওই ছেলেটা তার বড় ভাইরে নিয়া আসে। বড় ভাই একটু ক্ষেত টাইপের হওয়ায় উপরে কোর্ট আর নিচে শার্ট-প্যান্ট পরে আসে।এইটা দেখে তো কলেজ পড়ুয়া ছেলেটি হেসেই খুন।
ঠিক তখন বড়ভাইটি বলে বেশি উজাইয়া গেছো, নাকি?
তোমার তো পাখনা গজাইয়া গেছে পাখনা দিয়া ফালাইবা আর পোলাপান পিডাইবা।আইজকা তোর খবর লইয়া ছাড়ুম।
তারপর বড়ভাইটা একটু পোজ লইয়া বললো।ছোট পোলা পাইয়া তো খুব মারলি আমার সামনে মাইরা দেহা। দেহি তোর কইলজা কত্তো বড়।
কথা শেষ না হইতেই কলেজপড়ুয়া ছেলেটি ওই মধ্যমবয়সি ছেলেটারে কষাইয়া একটা থাপ্পড় মারে। ছেলিটি গাল ডলতে থাকে।
বড় ভাইটা আবার বলে আমি এলার্ট না থাকায় তুই অরে মাইরা দিলি।তাও আবার আমার সামনে।পোলার শনি ঘনাইছেরে মরবো ওয় মরবো আইজ।। কোর্ট টা লারা দিয়া বললো আবার আমার সামনে মার।
এবার ও কলার পড়ুয়া ছেলেটি ওই ছেলেটার অন্য গালে থাপ্পড় দিয়া দিলো।ছেলেটি চোখ লাল হইয়া গেলো। ছেলেটি বললো ভাই কিছু কইবেন না আম্নের সামনে মারলো আমারে ২ ডা বার মারলো৷ গালডা লালমরিচ হইয়া গেছে ভাই।
তারপর বড় ভাই বললো কমু মানে ওরে আইজকা কবর দিমু। তুই এইবার আমারে ভাইরে মাইরা দেখা।
কথাটা বলার সাথে সাথে কলেজপড়ুয়া ছেলেটা বললো।আমার এমনে মাইরা পোষাইবোনা আমি ওরে তুইন্না লাই তারপর তুই আমার বিচার করিস।
এইটা বইলাই মারা শুরু করলো।
আসলে ওই বড়ভাইটা ছিলো চাপাবাজ আর ভিতু।কিছুক্ষন মাইর খাবার পর মধ্যম বয়সি ছেলেটা বললো ভাই আমার বিচার লাগদো না। আমনে খালি ওই হালারে আমার সামনে পিডান।ওর লগে আইয়া আরো বেশি মাই র খাইছি।
তারপর ওই ছেলেটাকে যেতে বলে কলেজ পড়ুয়া ছেলেটা ওই বড়ভাইকে মারা শুরু করে।।
Good post
gd
Hmmmm
Gd
Ok
Nice
❤️
ভালো
Nice
ok