মিছরি রঙের পর্বতমালা সঙ্গে ঢেউ উঠা আসমানী রঙ, প্রাণবন্ত ম্যাজেন্টা রঙ, হলুদ, রক্ত কমলা সহ নানা রঙের মিশ্রণের পাহাড়- একটি হাস্যকর Dr.seuss গল্পের সেটিংয়ের মতো শোনাচ্ছে। কিন্তু চিনে এটাই বাস্তবতা।
চীনের রেইনবাে পর্বতমালা এটি বিশ্বের একটি
ভূতাত্ত্বিক আশ্চর্য। ঝ্যাংগাই ড্যানজিয়া
ল্যান্ডফরম ন্যাশনাল পার্ক। পার্কটি ২০০৫ সালে ডিসেম্বরের ২৭ তারিখ প্রতিষ্ঠিত হয়। ঝ্যাংগাই ড্যানজিয়া ন্যাশনাল পার্ক চীনের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশে ২০০ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের অন্যতম চিত্তাকর্ষক ভূতাত্ত্বিক গঠন যা শৈল দ্বারা গঠিত এবং রঙিন লাল বর্ণময় পর্বত যা অন্যান্য বিভিন্ন রঙের সাথে হস্তক্ষেপ করে । পাহাড়গুলো বেলে পাথর আর পলি পাথর দিয়ে তৈরি। পাহাড়গুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২০০ মি উচ্চতায় অবস্থিত।
এই বিখ্যাত চীনা পাহাড়গুলি তার রঙয়ের জন্য
বিখ্যাত। পাহাড়গুলো দেখলে যে কেউ মনে করতে পারেন হয়ত রঙধনু তার রঙ ছিটিয়ে দিয়েছে এই পাহাড়ে কিংবা এটি শিল্পীর আকা কোনো কানভাসের ছবি। এমনকী, পাহাড়ের রঙ সারা বছর এক রকম হয় না, রঙ পরিবর্তন আবহাওয়ার উপর নির্ভর করে। পাহাড়ের রংধনুর বর্ণগুলি ১৪ টি বর্ণিল খনিজগুলির নির্দিষ্ট সংমিশ্রণে তৈরি হয়েছিল।
ভূ-বিজ্ঞানীদের মতে আজ থেকে ৪০ -৫০ মিলিয়ন বছর আগে ইন্ডিয়ান টেকটনিক প্লেট ইউরেশীয় টেকটনিক প্লেটেরসাথে সংঘর্ষে লিপ্ত হয়,(এই টেকটনিক প্লেটগুলাে স্থির নয় এদের গতি আছে)।
আর এর ফলে এই দুই প্লেটের মাঝখানের ভূপৃষ্ঠ
ভাজ হয়ে ভেঙ্গে উপরের দিকে উঠে আসে যা
বর্তমানে রংধনু পাহাড় হিসাবে দেখতে পাই।এর
গঠন প্রক্রিয়া শুরু হয় হিমালয় পর্বতমালা সৃষ্টিরও অনেক আগে।
সংর্ঘষের ফলে ভূ-অভ্যন্তরের বিভিন্ন খনিজ এবং মিনারেল সমৃদ্ধ পাললিক শিলা মাটির উপরে উঠে আসে।এই খনিজ পর্দাথ এবং মিনারেল বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়ে বেলেপাথর ও পাললিক শিলা মাটির সাথে মিশে গিয়ে পাহাড়ের গায়ে বিভিন্ন রং সৃষ্টি করে।
এবং লক্ষ্য লক্ষ্য বছর ধরে আবহাওয়া জনিত
কারনে এই শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন রং
বেড়িয়ে এসে এই পাহাড়গুলি এত সুন্দর করে
সাজিয়ে তােলে।
এখানকার প্রাথমিক রঙটি একটি গভীর
লাল,বেলেপাথর আর এই লাল রংয়ের পিছনে
দায়ী আয়রন অক্সাইডের মিশ্রন যা হেমাইটাইট
(Fe0) নামেও পরিচিত।
বেশিরভাগ সময় আয়রন অক্সাইডগুলি একটি
গাঢ় লাল রং তৈরী করে। তবে এমন উদাহরণ
রয়েছে যেখানে অক্সাইডগুলি বিভিন্ন রং তৈরি
করে।
উদাহরণস্বরূপ অক্সিডাইজড লিমোনাইট
জিওথাইট বেলেপাথরগুলি বাদামী বা হলুদ রং
তৈরি করে।ম্যাগনেটাইট বেলেপাথরে কালাে
কালাে দাগ তৈরি করতে পারে।আয়রন
সালফাইড উপস্থিতর কারনে পাহাড়ে ধাতব হলুদ রঙ দেখা যায়।
ক্লোরাইট বা আয়রন সিলিকেট সমৃদ্ধ কাদা
বেলেপাথরে সবুজ রং এর সৃষ্টি করতে পারে।
গবেষকেরা এই ধরনের কিছু উদাহরণের
মাধ্যমেই এই পাহাড়ের বিভিন্ন রং এ রঙিন
হওয়ার কারণ বর্ণনা করেন।
২০০৯ সালে এই স্থানটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড
হেরিটেজ তালিকাভুক্ত করে।
চীনের এই পর্বতমালা পৃথিবীর একমাত্র রঙিন পাহাড় নয়, ব্রিটিশ কলম্বিয়াতে এমন পর্বত রয়েছে যেখানে সেগুলি গঠিত হয়েছে আগ্নেয়গিরির প্রকৃতি এবং প্রকৃতির উপাদান এবং বিচ্ছুরণের ফলে । ব্রিটিশ কলম্বিয়াতে এ পর্বতমালা স্পেকট্রাম রেঞ্জ নামে পরিচিত।
উত্তর আমেরিকায়ও এই ধরনের রঙিন পাহাড় রয়েছে। চীনসহ আমেরিকার আরিজনা, পেরু, আইসল্যান্ডে এ ধরনের পাহাড় লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে থাকে।
ডেক্সটপ ও ল্যাপটপ র্যামের ভিতরে পার্থক্য কি?
কারণটা দেখার আগে আসুন আমরা জেনে নেই ডেক্সটপ ও ল্যাপটপ নামকরনের বিষয়টি, যার সাথেই জড়িয়ে রয়েছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ...