“চুলের স্টাইল ও চুলের যত্ন”

একজন মানুষের যখন মন সুন্দর হয় তখন তার সব কিছুই সুন্দর হয়।এছাড়াও মানুষের শরীরের কিছু অংশ আছে যেগুলো পরিপাটি রাখলে মানুষকে অনেক বেশি সুন্দর লাগে তার মধ্যে একটি হলো চুল।একজন মানুষকে চুলের জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর চুল না থাকলে এক জন মানুষকে কিন্তু অতটাও সুন্দর লাগে না।কারন চুল হলো মানুষের প্রাকৃতিক সৌন্দর্য এটিকে সুন্দর ভাবে যত্ন করে রাখলে অনেক সুন্দর লাগে।আগের যুগে মানুষের চুলের স্টাইল কিন্তু অত ভালো ছিল না কিন্তু বর্তমানে চুলের স্টাইল নিয়ে অনেকেই খুব যত্নশীল।কারন মানুষকে এখন চুলের যত্নেই অনেক বেশি সুন্দর লাগে।আর বর্তমানে এখন চুল কাটার অনেক স্টাইল বের হয়েছে আর ঐ সব স্টাইলে মানুষ চুল কাটে এবং তাদেরকে দেখতেও অনেক সুন্দর লাগে।আর মানুষের গঠন অনুযায়ী চুল কাটা দরকার কারণ মানুষের গঠন অনুযায়ী চুল কাটলে অনেক সুন্দর লাগে আর গঠন অনুযায়ী চুল না কাটলে সুন্দর লাগেনা।আর চুল কাটার সময় চুল বেশি ছোট না রেখে আবার বেশি বরও না রেখে মিডিয়াম সাইজে চুল কাটলে দেখতে সুন্দর লাগে।এছাড়াও চুল কালার করে  রেখে দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগে তাছাড়া পেছনে হালকা করে একটু একটু বর বর করে রেখে দিলে পেছনে দেখতে সুন্দর লাগে।ধরুন এক জন মানুষের চেহারা গোল আকৃতির দেখতে কিন্তু সে যদি চুল কাটার সময় যদি দুই পাশে ছোট ছোট করে রেখে দিয়ে আর মাঝখানে যদি একটু বর বর রাখে তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে।আর চুলের যত্নে আমরা চাইলে এক দিন পর পর শামপু  ব্যবহার করতে পারি এতে আমাদের চুল গুলো অনেক ঘন সিল্ক থাকে।তাছাড়াও আমরা চুলের যত্নে অনেক ধরণের তেল ব্যবহার করতে পারি এতে চুল গুলো দেখতে পরিষ্কার লাগে।আর চুলের যত্নে আমরা আমলকির রস ছেচে নিয়ে আমরা চুলে লাগিয়ে নিতে পারি এতে চুল শক্ত ও মজবুত হয়।এছাড়াও চুলের যত্নে আমরা মাসে একবার একটি করে ডিম ভেংগে চুলের যত্নে ব্যবহার করতে পারি এতে আমাদের চুল উঠা কমে যাবে।চুলের যত্নে আমরা হরমোন জনিত বিভিন্ন গাছের শেখর ব্যবহার করতে পারি এটি চুলের যত্নে আমাদের অনেক উপকার হতে পারে।চুল হলো মানুষের প্রাকৃতিক উপাদান এটির যত্নে সবারই একটু সজাগ থাকা উচিত এর যত্ন নেওয়া উচিত।কারন যাদের চুল নেই তাদের দেখতে খুবই খারাপ লাগে আর একটি মানুষের অর্ধেক সৌন্দর্যই হলো তার চুলে।আমি আপনাদেরকে আজ চুল নিয়ে যে টিপস গুলো দিলাম আপনারা যদি মনোযোগ দিয়ে আমার এই টিপস গুলো পড়েন আশা করি যে আপনাদের অনেকেরই অনেক উপকার হবে।আর আপনারা যদি আপনাদের চুলের যত্নে একটু যত্ন বান হন তাহলে আমি আশা করি যে আপনাদের চুলের সব সমস্যা কমে  যাবে।আর আমি আপনাদের যে টিপস দিলাম আপনারা চাইলে করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক কাজে দেবে।

Related Posts

12 Comments

মন্তব্য করুন