Cheap price backlink from grathor: info@grathor.com

ছাএজীবনের গুরুত্ব

মানব জীবনের যে সময়টুকু মানুষ স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক ও যথার্থ করে তোলার কাজে অতিবাহিত হয়, তাকে ছাএজীবন বলে।

আবার এক জন মানুষের সবচেয়ে সুন্দর জীবন হলো ছাএজীবন, কিন্তু আমরা সবাই এসময় পার করতে পারি না। অনেকে অনেক কাজে লেগে জাওয়ার কারনে বিভিন্ন সমস্যা হয়ে পড়ে। আবার, এসময়কে ভবিষ্যতের বীজ বপনের সময়ও বলা হয়।

এ সময়ে কেউ নিয়মিত অনুশীলন করলে তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল ও সুখময় হয়ে ওঠে। সংস্কৃতে একটি প্রবাদ রয়েছে, “ছাএ নং অধ্যয়ন তপ:”অর্থাৎ অধ্যয়নই ছাএের তপস্যা। তবে শুধু পাঠ্যপুস্তক অধ্যয়ন থাকলেই চলবে না। পাঠ্যবিষয়ের সাথে সাথে শিক্ষার্থীদের বহির্জগতের ভান্ডার থেকে আহরনের চেষ্টা করতে হবে। কেননা নিজেকে কর্মী করে তোলাই ছাএজীবনের মূল লক্ষ্য। প্রতিটি ছাএের উচিত অনাড়ম্বর জীবনযাপন করা। মিথ্যা পরিহার করা এবং নকল করার প্রবণতাকে ঘৃনার চোখে দেখা। এছাড়া সবরকম মোহ ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে চলা ছাএদের প্রধান দায়িত্ব ও কর্তব্য।

কেননা ছাএরা পথ হলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়। চরিএ মানব জীবনের শ্রেষ্ঠ অলংকার। ছাএদের চরিএের ওপরই জাতির চরিএ নির্ভরশীল। তাই চরিএ গঠনের দিকে ছাএদের বিশেষ তৎপর হতে হবে। পিতামাতা ও শিক্ষকদের প্রতি সন্মান প্রদর্শন করা ছাএদের আর একটি প্রধান কর্তব্য। তারা যা আদেশ বা নিষেধ করেন তা প্রত্যেক ছাএদের মেনে চলা উচিত।সমাজ শিক্ষার আলো ছড়ানোর কাজেও ছাএদের আত্ননিয়োগ করার যথেষ্ট অবকাশ রয়েছে। তাই সমাজের নিপীড়িত মানুষের প্রতি প্রতিটি ছাএের সজাগ দৃষ্টি রাখা উচিত। সর্বোপরি, ছাএরাই দেশের আশ – ভরসা। তাই প্রত্যেক ছাএকে তাদের দায়িত্ব ও কর্তব্যে আত্ননিয়োগ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা উচিত।
আবার একজন ছাএের দৈনন্দিন হিসেবে বিভিন্ন রকমের কিছুর প্রয়োজন হয় যা তার বিভিন্ন কাজে প্রয়োজন যেমন – শার্ট, প্যান্ট, স্কুল ড্রেস, এবং কি স্কুলের ব্যাগ, ও আরো বিভিন্ন রকমের তৈজসপত্রের প্রয়োজন। যার কারনে বিভিন্ন ছাএের এগুলো না থাকার কারনে তারা বিভিন্ন কাজে লেগে যায়। যা এখন বাংলাদেশে অর্ধেক শিশু বিভিন্ন পেশায় জড়িত হয়ে পড়ছে। আর তার ছাএ জীবন ধ্বংস হয়ে যায়। একজন ছাএ যেখানে স্কুলে যাবে শার্ট পেন্ট পরে সেখানে তিনি যায় বিভিন্ন কাজে। কিন্তু বাবা – মা বুঝে কিন্তু না বুঝার মতো থাকে। আবার অনেক বাবা – মার পড়ানোর ক্ষমতা নেই তাই তার ছেলেকে বিভিন্ন কাজে লেগে দেয়। এসব কিছুর কারনে একজন ছাএের জীবন ধ্বংস হয়ে যায়।

Related Posts

6 Comments

  1. ইন্টারনেট cookies আমাদের জন্য কতটা উপকারী
    https://grathor.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-cookies-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%a4/

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No