রসুন প্রকৃতির এমনই একটি উপহার যার মাধ্যমে মানব দেহের বিভিন্ন রোগ থেকে সৌন্দর্য ধরে রাখা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ উপকারী।
রসুন কে সাধারণত একটা মসলা হিসেবে রান্নায় ব্যাবহার করা হয়।
কিন্তু রসুন শুধু মসলা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার যগ্য। রসুন প্রকৃতির দেওয়া একটি উপহার যা মানুষকে সুস্থ রাখতে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য সাহায্য করে। রসুনের ভিতর এমন কিছু উপাদান রয়েছে যা মানব দেহের বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে যাহায্য করে।
১) চুলের বৃদ্ধিঃ প্রত্যেকটা মানুষ নিজের চুল সুন্দর রাখতে চায়। কারন চুলই মানুষকে সাহায্য করে সৌন্দর্য প্রকাশ করত।
এ জন্য সবাই চাই সুন্দর চুল। আর নারীর সৌন্দর্যের তো অনেক অংশ নির্ভরশীল চুলের উপর। চুল মানুষের মুখের বিভিন্ন খুটিনাটি ক্ষুদ ঢাকতে সাহায্য করে।
তাই লম্বা এবং ঘন চুল প্রত্যেক নারীর সপ্ন কিন্তু অনেরই চুল তারাতাড়ি ঝরে যাওয়া একটা কঠিন সমস্য। চুলে ঝরে মাথা বিভিন্ন অংশ ফাকা হয়ে যায় যার ফলে ফেখতে ভালো লাগে না। আর চুল নতুন করে গজাতে রসুন অনেক যাহায্য করে। রসুনে আছে এমনই সব উপাদান যা যা মাথার ফাকা হয়ে যাওয়া নতুন চুল গজাতে যাহায্য করে। এর জন্য রসুনের পেষ্ট এর সাথে নারকেল তেল মিসিয়ে প্রত্যেক রাতে ঘুমাতে হবে। এর পর সকালে উঠে যে কোন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
২) নক মজবুত করতেঃ
নকও মানুষের সৌন্দর্যের একটা অংশ যার জন্য মানুষ এই নকের জন্য অনেক সচেতন। সুন্দর নক সৌন্দর্য অনেক অংশ বাড়িয়ে তোলে। কিন্তু সকার নক সুন্দর নয়। অনেকের নক খুবই তারাতাড়ি ভেঙে যায়। অর্থাৎ ভঙ্গুর। তাদের জন্য ও রসুন অতী উপকারী একটা উপাদান। এর যাহায্যে নক খুব তারাতাড়ি মজবুত হতে পারে।এর জন্য কয়েক কোয়া রসুন নিয়ে ভালো করে তার রস নকে লাগাতে হবে এবং সকালে ধুয়ে ফেলতে হবে। প্রতি রাতে এতে নক মজবুত হবে।
৩)ব্যাথা কমতে সাহায্য করেঃ রসুন মানুষের শরীরের বিভিন্ন ব্যাথস কমাতে যাহায্য করে। রসুনে আছে এমন সব উপকারী উপাদান যা ব্যাথা কমাতে সাহায্য কারী। এর জন্য বসুন থেকে তৈরি লেত ভিষণ কার্যকরী। এর জন্য লেত নিয়ে ব্যাথার স্থানে মালিশ করতে হবে নিয়মত। তাহলেই ধীরে ধীরে ব্যাথার উপসম হবে।
4) হ্রদ রোগপ্রতিরোধঃ রসুন হ্রদ রোগ প্রতিরোদ করতে সাহায্য করে। এর জন্য প্রতিদিন সকালে রসুনের কিছু কোয়া নিয়ে খেতে হবে। এটা হ্রদয় ভালো রাখতে যাহায্য করে।এর জন্য রসুন কে অনেক উপকারী বলে মানা হয়
৫)তকের জন্য উপকারীঃ
রসুন প্রকৃতির এক আর্শীবাদ। এর রসুন তকের জন্যও উপকারী।এর জন্য এক কোয়া রসুনের সাথে একটা টমেটো ভালো করে মিসিসিয়ে তকে লাগাতে হবেএবং ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলল তে হবে। এভাবে নিয়মিত কিছু দিন করার ফলে তকে উপকার পাওয়া যাবে।
এই ছিল রসুন নিয়ে আমার আজকের কিছু সামানিন্য কথা আশা করি সবার এগুলো ভালো লাগবে।