- বিসমিল্লাহহির রাহমানির রাহিম,,,,,
জীবন কি ?? দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে, একটা লুঙ্গি পরে বেচে থাকার নাম জীবন নই ।আবার সকালে উঠে নাস্তা করে অফিসিয়াল ড্রেস পরে পরের গোলামি করার নামও জীবন নই । তাহলে জীবন কি ? প্রত্যেকের কাছে জিবনের একটা আলাদা মানে আছে । তবে মানে টা আলাদা হলেও লক্ষ্য টা কিন্তু সবার ই এক । আর প্রাথমিক ভাবে সেটা হল অর্থ উপার্জন । তবে এটাই কিন্তু মুল উদ্দেশ্য নই । আমরা সবাই নানা কাজ করি । কেনো করি ? অর্থ উপার্জনের জন্য । এক জন কৃ্ষক চাষ করে, রিকশাওয়ালা রিকশা চালায়, শ্রমিক শ্রম দেয়, শিক্ষক শিক্ষকতা করেন, জেলে মাছ ধরে, এই সবকিছু কে একটা দৃষ্টি কোন থেকে দেখলে তার উত্তর আসবে অর্থ । তাহলে সবকিছু কি শুধু অর্থের জন্ন্যে ? না । তার পেছনে রয়েছে বিনিময় । এক জনের কাজ অন্য জন করে দেয় । বিনিময় এ সে পাই অর্থ । আর এই অর্থ হল জিবনের চালিকা শক্তি । তাহলে জীবন টা কি গাড়ি ? না । তবে জিবনের মানে টা কি ? নিজের মত করে নির্বিঘ্নে যা উপভোগ করা যায় তাই জীবন । তবে সেটা কারো ক্ষতি করে নয় । জীবন টাকে উপভগ করতে হলে ত্যাগ করা শিখতে হবে । কারন ভোগ করে সুখ পাওয়া যায় না । যা পাওয়া যায় তা হলো সাময়িক সস্তি । অথচ জীবন টা সাময়িক নই । ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু করে জীবন টা কে এগিয়ে নেওয়া যায় না । জীবন টা তোমার কিন্তু তা চলে সমাজ কে নিয়ে । তাই তোমাকেও চলতে হবে সমাজের সাথে । উদাহরণ, আজ পৃথীবির অন্ন্যান্য দেশের ইউটিউবাররা খুব সহজে অপরে উঠে যায় । কিন্তু আমরা পারি না । কেনো ? বাংলাদেশের মানুষ ইউটিউব দেখে না ? দেখে, তবুও কেনো পারি না ? কারণ আমরা চাই নিজে সবার আগে যাবো । নিজে নই সবাই কে নিয়ে যাবো । আমি খাবো আর আমার প্রতিবেশি কেন খাবে না ? আপনি নিজে হয়ত একা চলতে পারবেন কিন্তু থমকে যাবে আপনার জীবন । জীবনটাকে বুঝতে শিখুন, উপভোগ করতে শিখুন । আর তার জন্ন্য অন্ন্যকে সাথে নিয়ে চলতে শিখুন । অর্থ দিয়ে জীবন চালাতে হয় তাই বলে শুধু অর্থের পেছোনে দৌড়ানো বন্ধ করুন ।
ভালো থাকবেন
ভালো রাখবেন
আল্লাহ্ হাফেয
9 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
ধন্যবাদ
Nice
Good post
nice post
Good
Ok
nice
Nice
ok