আমরা এখন পর্যন্ত অনেকেই মিনি কক্সবাজার মৈনটঘাট এর নাম শুনেছি | মিনি কক্সবাজার ঢাকার খুব জনপ্রিয় একটি স্থান | এটি ঢাকার কার্তিকপুর দোহারে অবস্থিত| এটি দেখতে অনেকটা কক্সবাজারের সাগর সৈকতের মতন| যার কারণে এর নাম হয়েছে মিনি কক্সবাজার |
মূলত মৈনট ঘাটের নাম মিনি কক্সবাজার প্রধান কারণ এটির সাথে পদ্মা নদীর একটি অংশ সংযুক্ত যেটি এমন ভাবে ঢেউ তুলে যা দেখতে তখন কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো দেখায় অনেকটা | বিশেষ করে বর্ষাকালের মৈনট ঘাটের চোখ জুড়ানো সৌন্দর্যে আপনি হারিয়ে যাবেন | বর্ষাকালের টইটুম্বর পানিতে পা ভিজিয়ে ঢেউ এর স্রোত যখন আপনার পা ছুঁয়ে দিবে আপনার মনে হবে সত্যি আপনি কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন |
মৈনট ঘাটে আপনি ঘুরাঘুরির মাঝে নদীর পাড়ের শীতল হাওয়ায় যখন দেখবেন আপনার প্রচন্ড ক্ষুদা পেয়ে যাবে তখনি খুব কাছেই আপনি পেয়ে যাবেন ভ্যাট , ভর্তাসহ বিভিন্ন বাঙালি খাবারের দোকান | এইসব দোকান থেকে পদ্মা নদীর ইলিশ মাছ ভাজাও ও খেতে পারবেন |
খাওয়া দাওয়া শেষে ঘুরে আস্তে পারেন নৌকায় করে কিছুদূর | সারাদিন ঘুরাঘুরির পর বাসায় ফিরবেন মনে একরাশ শান্তি নিয়ে | কিন্তু ফিরার আগে অবশ্যই নদীর পাড়ের সূর্য্যস্ত দেখে আসতে একদম ভুলবেন না কিন্তু |