নতুন মানুষদের সাথে বন্ধুত্ব করার উপায়।

“বন্ধু” সাধারনত এই শব্দটির সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত।একজন ভালো চেহারা, চরিত্র ও ব্যাক্তিত্বের মানুষ দেখলে   আপনারও বন্ধুত্ব করতে মন চাইতে পারে।তাই আজকে আমি নতুন মানুষদের সাথে বন্ধুত্ব করার ৫ টি টিপস দেবো।

১. প্রথমে আপনি যার সাথে বন্ধুত্ব করতে চান তার স্বমন্ধ্যে তার বন্ধুদের কাছ থেকে তথ্য নেবার চেষ্টা করুন।এতে করে আপনি তার ব্যাক্তিত্ব এবং তার চরিত্র স্বমন্ধ্যে বিস্তারিত জানতে পারবেন।

২.তার স্বমন্ধ্যে সংগ্রহ করা তথ্যগুলো কাজে লাগান।। সে একটা মানুষকে ঠিক যেভাবে তার বন্ধু হিসেবে চায় আপনি ঠিক সেভাবে তার সামনে নিজেকে ফুটিয়ে তুলুন।

৩.তার সাথে প্রথমেই বেশি মিশুক অথবা ফ্রি হবার চেষ্টা করবেন না এতে সে আপনাকে সস্তা বা ছ্যাছড়া মনে করবে। তার সাথে এভাবে কথা বলুন যাতে সে আপনার প্রতি মুগ্ধ হয়।

৪.  আপনি তার সাথে এভাবে আচরন করুন যাতে সে আপনাকে তার থেকে উত্তম ব্যাক্তিত্বের মনে করে। তার সাথে তার থেকেও বেশি এটিটিউড নিয়ে কথা বলুন।

৫. আপনার যদি মনে হয় আপনি তাকে আপনার প্রতি মুগ্ধ করতে পেরেছেন তাহলে তাকে বলে ফেলুন যে আপনি তার সাথে বন্ধুত্ব করতে চান।দেখবেন সেও বলবে, হ্যাঁ বন্ধুত্ব করা যায়।

<

এই ৫টি টিপস মেনে চললে আপনিও নতুন মানুষদের সাথে বন্ধুত্ব করতে পারবেন।

Related Posts

4 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন