নাক দিয়ে পানি পড়া একটা ভাইরাস ঃ আসুন জেনে নিই
সতর্কতা মূলক পোস্ট, আপনারা সতর্ক থাকুন আর সুস্থ থাকুন।
নাক দিয়ে পানি পড়া একটা ভাইরাস ঃ
নাক দিয়ে পানি পড়া একটা ভাইরাসের সংক্রমনে হয়ে থাকে । নাকের ভেতরে একটা গ্রান্থি থাকে তার নাম হলো মিউকাস মেমব্রেন সেখান থেকে একিউট রাইনাইটিস নিঃসৃত হয় । এটা নিঃসৃত হওয়ার জন্য বিভিন্ন ধরনের ভাইরাস দ্বায়ি ।
রাইনোভাইরাস,ইনফ্লুয়েঞ্জা ,এডেনো ভাইরাস, ইকো ভাইরাস সহ ইত্যাদি ভাইরাস গুলোর সংক্রমনের কারনে আমাদের নাক দিয়ে পানি পড়ে ।
এই ভাইরাস গুলো আক্রমণ করলে বিভিন্ন উপসর্গ দেখা দেয় ।
যেমন – নাক দিয়ে পানি পড়া ,নাকের ভিতরে অস্বস্তি, হাঁচি,নাক বন্ধ হওয়া , মাথা ব্যাথা,জ্বর ও হয়ে থাকে ,এমনকি কানেও অস্বস্তি লাগে ।
এটি ভয়ের কোনো কারন নয় , এই ভাইরাস হলে ৫-৬ দিনে সেরে যাবে। আর সংক্রামক রোগ হওয়ায় এই সময় আপনারা বাড়িতে থাকার চেষ্টা করবেন , তানাহলে এটা সবার মাঝে ছড়িয়ে যাবে।
বিশ্রাম নিতে হবে । জ্বরের জন্যে প্যারাসিটামল দেওয়া যেতে পারে । আর এন্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নাই , তবে ন্যাজাল ডিকনজেসটেন্ট দিয়ে নাক পরিষ্কার করতে হবে ।
আর হ্যাঁ, এটা সাধারণ একটা সমস্যা , ঋতু পরিবর্তনের কারনে হয়ে থাকে ।
(ইত্তেফাক পত্রিকার সৌজন্যে )
Ahare
❤️
Nice
gd