নারীরা তাদের কর্মক্ষেত্রে অনেক এগিয়ে গেলেও আজও কিছু নারী সমাজ অবহেলিত।অনেক নারী চাকরী করলেও বিয়ের পর তাদের ব্যক্তিগত সাংসারিক কাজের পাশাপাশি আর চাকরী করা হয়ে ওঠেনা। এছাড়াও অনেক নারী তাদের নিজেদের জন্য সময় বের করাই দুঃসাধ্য হয়ে ওঠে। আজ আলোচনা করব সেই সকল নারীদের নিয়ে যে সকল নারীরা তাদের যোগ্যতা এবং দক্ষতা থাকার পরও সাবলম্বি হয়ে উঠতে পারছে না।
অনেক নারীরাই আজকাল উচ্চশিক্ষিত। অনেক যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতা থাকার পরও তারা নিজেদের ক্যারিয়ার গঠনে মনোযোগ দিতে পারছেন না। অনেকে চেষ্টা করলে তার দৈনন্দিন সাংসারিক কাজের পাশাপাশি হয়ে উঠতে পারেন একজন সাবলম্বি নারী। নিচে তারই কিছু উপায় তুলে ধরা হলোঃ
১.আপনি ফ্রীল্যান্সিং শিখে গড়তে পারেন ফ্রীল্যান্সিং ক্যারিয়ার। এতে আপনি ঘরে বসেই আয় করতে পারবেন।
২.আপনি যদি আগ্রহ থাকে ব্যবসাতে তাহলে অল্প কিছু পুঁজি নিয়ে হয়ে উঠতে পারেন একজন অনলাইন ই কমার্স ব্যবসায়ী।
৩.আপনার যদি থাকে লেখালেখির প্রতি ধ্যাণ এবং জ্ঞান তাহলে আপনি ব্লগ রাইটার হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন।
৪.আপনি যদি থেকে থাকে আঁকাআঁকির শখ তাহলে আপনি একুয়েন্টের মাধ্যমে বিভিন্ন কাজ খুঁজে আপনার পেইন্টিং এর মাধ্যমে আয় করতে পারবেন।
৫.আপনার যদি থেকে থাকে বেকিংয়ের শখ তাহলে আপনি আপনার বেক আইটেম অনলাইনের মাধ্যমে বিক্রি করে আয় করতে পারবেন।
৬.এছাড়াও শুধু মাত্র পন্য বিক্রি করে এবং রিভিউ দিয়ে একজন এফিলিয়েট মার্কেটার হয়ে প্রতিষ্ঠা করতে পারেন নিজের ক্যারিয়ার।
৭.আপনি যদি শিশুদের ভালোবাসেন এবং সেই সাথে শিশুদের নিয়ে সময় কাটাতে পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন বেবি প্ল্যানার হিসেবেও দায়িত্ব পালন করে টাকা আয় করতে পারবেন।
৮.আপনার যদি থেক্র থাকে কোন কিছু লেখার দক্ষতা তাহলে আপনি কপি রাইটিং করেও আয় করতে পারেন।
৯.আপনি যদি কোন কাজের দক্ষ হয়ে থাকেন তাহলে কনসালন্ডেট হয়ে পোর্টফোলিও বানিয়ে সেটি কোন সাইটে আপলোড করে দিন।দেখবেন আপনার কাজই খুঁজে নেবে আপনাকে।
১০.আপনার যদি থাকে মেহেদী নিয়ে আগ্রহ তাহলে একজন মেহেদী আর্টিস্ট হয়েও ক্যারিয়ার গঠন করতে পারবেন।
১১.এছাড়াও যদি থাকে ক্রাফিটিং নিয়ে আপনার ধ্যান এবং জ্ঞান তাহলে আপনি আপনার বানানো পণ্য বিক্রি করেও আয় করতে পারবেন।