নানা বাড়িতে এসে বাবু ও মালা খুব খুশি। অনেকদিন পর ওদের পেয়ে নানি মজার মজার খাবার রান্না করছেন। সেদিন মালা, বাবু ও মামাতো ভাই টিপু উঠোনে খেলছিল। টিপুর বন্ধু রবি ওদের সঙ্গে খেলছিল। হঠাৎ কি মনে করে রবি উঠানে রাখা গরম ছাইয়ের গাদায় পা দিল। মুহূর্তেই রবি চিতকার করে উঠলো। জ্বলে গেল, পুড়ে গেল। রান্নাঘর থেকে নানী জিজ্ঞেস করলেন কি হলোরে। টিপু বলল রবি গরম ছাইয়ে পা দিয়েছে। বানর থেকে নানা বললেন, সব সময় বলি ছাই ও কয়লার আগুন পানি দিয়ে নিভিয়ে গাদায় ফেলবে। কিন্তু কে শোনে কার কথা দেখলে তো এখন কেমন বিপদ হলো মালা রবিকে বসিয়ে পায়ে ঠান্ডা পানি ঢালতে লাগল। সে বলল নানী তুমি যদি ছাএ পানি ঢালতে তাহলে রবির পা এভাবে পুড়তো না। মালার কথা নানি লজ্জা পেল। তখন অনেক রাত। বাবু ঘুমিয়ে স্বপ্ন দেখছি। আসমান থেকে নেমে এসে একটি পরিতাকে বলছি আগুন থেকে সাবধান থেকো খোকা কখনো আগুন নিয়ে খেলবেনা স্বপ্নের মধ্যে বাবু পরীক্ষার জিজ্ঞেস করল করি আপু কিভাবে আগুন থেকে বিপদ হয় তা বলবে। পুরি এক এক করে বলতে লাগল। চুলের কাছে খেলতে গেলে, আগুন নিয়ে খেলতে গেলে, গরম জিনিস ধরলে, আগুন জ্বালাতে গেলে, আগুন পোহাতে গেলে, গরম ছাইয়ে পা দিলে, আতশবাজি নিয়ে খেলতে গেলে। পুরি কথা শেষ করল। বাবু দা কে জিজ্ঞেস করল। কাপড়ে বা গায়ে আগুন লাগলে আমরা কি করতে পারি। পরী বলল তখন একদম দৌড়াবে না। সাথে সাথে মাটিতে শুয়ে পড়বে। আগুন না নেওয়া পর্যন্ত মাটিতে গড়াগড়ি দিবে সাহায্যের জন্য চিৎকার করে লোক ডাকবে। চলে যাওয়ার আগে পরী আরো বললো,বাড়ির সকলকে বলবে তারা যেন যেখানে সেখানে গরম চাইবা কয়লার না পেলে এগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে কয়লার আগুন পানি দিয়ে ভালোভাবে ব্যবহার করবে না কারণ থেকে কেরোসিনের আগুন তাড়াতাড়ি গায়ে ছড়িয়ে পড়বে এছাড়া গরম তরল খাবার এমন জায়গায় রাখতে হবে যাতে করে শিশুরা সেই খাবারের নাগল না পায়।
আসসালামুয়ালাইকুম। আজকের গল্পটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন।