বর্তমান বিশ্বে যতগুলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে তার মধ্যে পিন্টারেস্ট অন্যতম। সময়ের সাথে সাথে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটির জনপ্রিয়তা অনেকটা বৃদ্ধি পাচ্ছে।
আপনি জানলে অবাক হবেন, বর্তমান দিনে পিন্টারেস্ট ব্যাবহারকারীর সংখ্যা বিলিয়ন ছুঁয়েছে। এখন প্রায় সকলে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যাবহার করছে। বর্তমান ডিজিটাল যুগে, যদি আপনি এই সোশ্যাল সাইটের সাথে যুক্ত না থাকেন, তাহলে আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন। পিন্টারেস্ট ব্যাবহার করে আপনি অনেক অ্যাডভান্স কাজ করতে পারবেন, এছাড়া আপনার ব্যাবসায় পরিচালনার ক্ষেত্রে এটি আপনাকে সাহায্য করে থেকে। কিন্তু যদি আপনি পিন্টারেস্ট কি এবং পিন্টারেস্ট কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারে না জানেন, তাহলে আপনি এটিকে আপনার কাজে ব্যবহার করতে পারবেন না। আজকের আর্টিকেলে আমরা পিন্টারেস্ট সম্পর্কে বিস্তারিত জানবো।
পিন্টারেস্ট কি? (What is pinterest?)
বর্তমানে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন; Facebook, Instagram, Twitter, LinkedIn ইত্যাদি। এই সোশ্যাল সাইটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম নামেও পরিচিত। এসকল সোশ্যাল মিডিয়া গুলোর মতো পিন্টারেস্ট ও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বেশিরভাগ নানান ধরনের ছবি আপলোড করা হয়ে থাকে। এর জন্য পিন্টারেস্টকে ছবি শেয়ারিং প্লাটফর্ম বলা হয়ে থাকে। এখন চলুন জেনে নেই পিন্টারেস্ট কেন ব্যবহার করবো এই বিষয়ে।
কেন পিন্টারেস্ট ব্যবহার করবেন?
Pinterest ব্যবহার এর বেশ কিছু লাভজনক দিক রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষ তাদের কার্য সম্পাদন করছে। চলুন জেনে নেই পিন্টারেস্ট ব্যবহার করে লাভ কি পেতে পারি এই বিষয়ে।
১) ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতেঃ যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে নিশ্চই আপনি ট্রাফিক এর বিষয়ে জানবেন। ট্রাফিক মানে হলো ভিজিটর। একটি ব্লগ/ওয়েবসাইটের প্রধান হচ্ছে ভিজিটর। কেননা আপনি যত হাই কোয়ালিটি কনটেন্ট দিন আপনার ব্লগে ভিজিটর না আসলে আপনার আয় হবে না। এক্ষেত্রে পিন্টারেস্ট দ্বারা আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে নিয়ে পারবেন। পিন্টারেস্ট মার্কেটিং দ্বারা আজ অসংখ্য ব্লগার তাদের সাইটে প্রচুর ভিজিটর নিতে পারছেন।
২) এফিলিয়েট মার্কেটিংঃ নিশ্চয় ভাবছেন Pintarest এর মাধ্যমে আবার কিভাবে এফিলিয়েট করা যায়। দেখুন এফিলিয়েট মার্কেটিং করতে হলেও আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, যেখানে আপনি বিভিন্ন পণ্য বা সার্ভিস কাস্টমারদের অফার করবেন। এখন আপনার ওয়েবসাইটে যদি কাস্টমার না আসে আপনি কাদের কাছে পণ্য বিক্রি করবেন। এক্ষেত্রে টার্গেট কাস্টমার পাওয়ার জন্য Pintarest ব্যবহার করতে পারবেন।
৩) স্পন্সর দ্বারা আয়ঃ Pinterest থেকে আয় করার উপায় হলো স্পন্সর ইনকাম। তবে এক্ষেত্রে সরাসরি Pinterest আপনাকে কোনো টাকা দিবে না। আপনাকে প্রথমত আপনার একাউন্টে ফলোয়ার বাড়িয়ে নিতে হবে। এরপর আপনি বিভিন্ন ওয়েবসাইট/কোম্পানির কাছ থেকে স্পন্সর নিয়ে টাকার বিনিময়ে পিন করে স্পন্সর আয় করতে পারবেন। আপনার অ্যাকাউন্টের ফলোয়ার বেশি থাকলে আপনি এই পদ্ধতিতে ভালো আয় করতে পারবেন।
৪) ওয়েবসাইট ব্যাকলিংকঃ ব্লগ/ওয়েবসাইট এর গুরুত্বপূর্ণ রাঙ্কিং ফেক্টর হচ্ছে ব্যাকলিংক। আপনার ওয়েবসাইট এর জন্য ব্যাকলিংক তৈরি করতে পারবেন আপনি Pinterest এর দ্বারা।
সর্বশেষ পরামর্শ
বন্ধুরা আজকের আমরা পিন্টারেস্ট কি এবং কেন পিন্টারেস্ট ব্যবহার করবো এই বিষয়ে জানলাম। আর্টিকেল বিষয়ক কোনো মতামত থাকলে মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ