Hi…
Im A WriterMosharef,
অনলাইনে আয় করার জন্য তো অনেক অনেক
মাধ্যম রয়েছে। তাঁর মধ্যে Article Writing, আছে। আপনি চাইলে লেখা লেখি করে আয় শুরু
করতে পারেন। একদিকে যেমন আপনার মেধা থাকবে সচল অন্যদিকে হবে আয়। তাই এর জন্য রয়েছে, Grathor.Com সবসময় আপনার পাশে।
নিচে বিস্তারিত জানতে পড়ুন…
আপনি যখন পোস্ট লিখবেন খেয়াল রাখতে হবে। Title, Tags, Category, ইত্যাদি।
এছাড়াও যে কাজটি আছে যেমন : Image Properties অর্থাৎ, Title Tex এবং ALT Text
তা ছাড়া image এর নাম ও পোস্টের টাইটেল
এক হতে হবে। এই কাজ গুলো অবশ্যই মিস করা যাবেনা।
যখন কোনো পোস্ট করবেন সেটা আপনার Blog বা Others ওয়েব সাইটে হক। পোস্টে
অবশ্যই Internal link এবং Backlink থাকতে
হবে। তবেই পোস্ট Grow হওয়ার সম্ভাবনা
থাকে।
এছাড়াও যে কাজটি করতে হবে। সর্ব প্রথম
আপনাকে Keyword রিসার্চ করতে হবে।
যে বিষয়টি নিয়ে পোস্ট করতে চাচ্ছেন।
ঐ বিষয়ে High CPC এবং Low Competition
Keyword রিসার্চ করতে হবে। তবেই আপনার
পোস্ট গ্রো হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনার নিজের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে গুগল এডসেন্সের মাধ্যমে আপনি আয় করতে পারবেন।
আর এই ছাড়া যদি অন্য কোন ওয়েবসাইটে লেখালেখি করে আয় করতে চান সে ক্ষেত্রে একই নিয়ম ফলো করতে হবে তবে হ্যাঁ সেটা আপনার পোষ্টের কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড দেখেই আপনার পোস্ট যাচাই করেই আপনার পোষ্টের উপর নির্ভর করবে আপনার পেমেন্ট।
আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, এবং কিলিয়ার হয়ে গেছেন। এ বিষয়ে আমি আশা করছি আপনাদের কোন সমস্যা হবেনা।
Ji
Nice
good
nice post
👍
আচ্ছা,,,,,,