আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
কপি পেস্ট করে ইনকাম তাও ইউটিউব থেকে শুনে অনেক এ আশ্চর্য হচ্ছেন। তবে এটা সত্যি। আপনি কপি এবং পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।তাও লিগ্যাল পথ এ এবং মনিটালাইজেশন ও পাবেন। তো আপনি যদি এই সিক্রেট পদ্ধতি টি শিখতে চান সম্পূর্ণ পোস্ট টি মনযোগ দিয়ে পরবেন।
আপনি ইউটিউব এ কত ভিডিও দেখে থাকেন। প্রতিটি মানুষ তার প্রয়োজনীয় ভিডিও পায় ইউটিউব থেকে। ইউটিউব এ প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা দর্শন আছে। আচ্ছা আপনি বলতে পারবেন এমন কোন ক্যাটাগরি আছে যেই ভিডিও গুলো সবাই দেখে। মোটিভেশনাল হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেই ভিডিও গুলো সবাই দেখে।
এখন আপনার কথা হচ্ছে আমি তো ভিডিও তৈরি করতে পারিনা। আমার ভয়েস ভালো না। প্রয়োজনীয় যন্ত্রপাতি নাই। আপনার কোন কিছুর প্রয়োজন নেই। আপনি শুধু কপি আর পেস্ট করে ইনকাম করতে পারবেন। আমাদের প্রয়োজন ৩ টা জিনিস।
১) ভিডিও
২) অডিও
৩) ব্যাকগ্রাউন্ড মিউজিক
আজকে আমি আপনাদের যে পদ্ধতি বলব এগুলো মাধ্যমে আপনি সব ডাউনলোড করতে পারবেন। এবং আপনার কোন কপিরাইট এর সমস্যা হবে না। তাহলে চলুন জেনে নেই কিভাবে সবকিছু ডাউনলোড করব।
ভিডিও……….
Pexels লিখে সার্চ করবেন। তারপর Pexels এর সাইটবটা সবার প্রথম আসবে অপেন করবেন। তারপর আপনি যেই ক্যাটাগরি ভিডিও ডাউনলোড করতে চান লিখে সার্চ করবেন। তারপর ফ্রী তে ডাউনলোড করবেন।
অডিও…..
অডিও ডাউনলোড করার জন্য Archive.org তে চলে যাবেন। এবং ক্যাটাগরি লিখে সার্চ করলে করে অডিও ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশ থেকে ডাউনলোড করতে vpn use করবেন।
ব্যাকগ্রাউন্ড মিউজিক….
আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করতে পারবেন। এটা ইউটিউব এর অফিসিয়াল তাই কোন কপিরাইট হবে না।
এরপর যেকোনো এডিটিং দিয়ে জোরা লাগিয়ে ইউটিউবে আপলোড করবেন। আপনি এগুলো থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। অনেক বেশি সাবস্ক্রাইব এর ভিউ পাবেন।ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ