চলেন আজকে একটু দেখে আসি প্রতিবন্ধীদের।
প্রতিবন্ধী দের বিষয় জানতে হলে আমাদের আগে জানতে হবে প্রতিবন্ধী কারা।যারা সমাজ বা রাস্ট্রে স্বাভাবিক ভাবে সুস্থ জীবনযাপন করতে পারে নিজেদের চাহিদা নিজেরা পুরন করতে পারে তাদের স্বাভাবিক মানুষ বলা হয়।আর যারা নিজেদের চাহিদা নিজেরা পুরন করতে পারে না স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে পারে না তাদেরকে বলা হয় ‘বিশেষ চাহিদার জনগোষ্ঠী’।এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্য প্রতিবন্ধী অন্যতম।জাতিসংঘের এক সমিক্ষায় যানা যায় বিশ্বের প্রায় ১০% মানুষ কোন-না-কোনভাবে প্রতিবন্ধী।চলেন এখন জানি প্রতিবন্ধীর প্রকারভেদ সম্পর্কে,প্রতিবন্ধীত্ব শুরুর সময় কাল হিসাবে প্রতিবন্ধী ২ প্রকার=
১ জন্মগত প্রতিবন্ধী
২ অর্জিত প্রতিবন্ধী
শরীরের বিশেষ কোন অঙ্গহানি বা আক্রান্ত হওয়ার ভিত্তিতে প্রতিবন্ধী হয় কয়েক রকমের,
১ মানসিক প্রতিবন্ধী ,২ সামাজিক প্রতিবন্ধী ,৩ শ্রবন প্রতিবন্ধী ,৪ বাক প্রতিবন্ধী ,৫ শারীরিক প্রতিবন্ধী ,৬ বুদ্ধি প্রতিবন্ধী ইত্যাদি।
চলেন এখন জেনে আসি প্রতিবন্ধীতার কারন সম্পর্কে।
প্রতিবন্ধী হবার বিভিন্ন কারন রয়েছে তা হলো
১,রক্তের সম্পর্ক রয়েছে এমন কাওকে বিয়ে করলে তাদের সন্তান-সন্ততি।
২,আয়োডিন এর অভাবে।
৩,ভিটামিন এর অভাবে।
৪,অতিমাত্রায় জরের কারনে।
৫, গর্ভবস্তায় মায়ের পুস্টির অভাব হলে।
৬, জন্মের পার মা অ শিশুর পুস্টির অভাব ঘটলে।
৭,দুরঘটনার কারনে।
৮,পঙ্গুত্ব নিয়েই জন্মগ্রহন করলে।
৮,জন্মের সময় প্রয়োজনীয় অক্সিজের এর অভাব ঘটলে।
৯, গর্ভবস্তায় মায়ের বিশেষ হাম হলে।
১০,গর্ভবস্তায় প্রথন ৩ মাসে করা কোন ওষধ সেবন করলে অথবা কীটনাশক রাসায়নিক দ্রব্য খেয়ে ফেললে বা রশ্নি বিক্রিয়ায়।
ইত্যাদি কারনে প্রতিবন্ধী হতে পারে।
আমাদের সবার এই সকল বিষয় জানা প্রয়োজন।
Yes
right
good post
nice
nice post
Oh
nice