আসসালামুয়ালাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই কিভাবে নীলগিরি ভ্রমণ করবেন এবং ভ্রমণ প্রসঙ্গে কিছু কথা নিয়ে। তো চলুন শুরু করা যাক। নীলগিরি যাওয়ার জন্য প্রথমে আপনাদের নীলগিরি স্টেশনে যেতে হবে এবং সেখান থেকে টিকেট কাটতে হবে প্রতি টিকেট ৬০ টাকা করে এবং পার্কিংয়ের জন্য ১০০ টাকা। আকাশ ছোঁয়ার ইচ্ছা পূরণ করতে চাইলে যেতে হবে বান্দরবানের নীলগিরি। নীলগিরি গেলে আকাশ নিজে এসে ধরা দেবে আপনার কাছে। শীতকাল এবং বর্ষাকাল দুই ঋতুতে এখানে ভ্রমণে বেশি আনন্দ তবে বর্ষাকালে ভ্রমণে গেলে বেশ মজা পাওয়া যায়। এ সময় মেঘের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে দিন চলে যায়। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য রাতের বেলা নীলগিরি একটি উৎকৃষ্ট স্থান। দুর্গম পাহাড়ে নীলগিরি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হয়েছে আকাশ নীলা, মেঘদূত, কটেজগুলো রাত্রিযাপনের জন্য ভাড়া পাওয়া যায়। জেলা সদর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় নীলগিরির অবস্থান। নীলগিরিতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ক্যাম্প। ফলে এখানে নিরাপত্তার কোন ঘাটতি নেই। নীলগিরিতে যদি আপনারা আছেন তাহলে সকালে বা বিকালে আসবেন। তানাহলে এখানকার বেস্ট ভিউ আপনারা দেখতে পাবেন না। আপনাদের মত ভ্রমণপিয়াসীদের জন্য আদর্শ একটি জায়গা নীলগিরি। নীলগিরি যেন প্রকৃতির এক অনন্য দান। বান্দরবানে নীলগিরিতে বছরের সব সময় থাকে পর্যটকদের আনাগোনা। তবে নীলগিরি আসল সৌন্দর্য যদি দেখতে চান তাহলে শীতের মৌসুমে যেতে হবে। আবার যাদের দার্জিলিং দেখা হয়নি তারা একবার নীলগিরি ঘুরে এসে দেখতে পাবেন দার্জিলিং দেখার স্বাদ। নীলগিরির কারণে বান্দরবান কে বাংলাদেশের দার্জিলিং বলা হয়। বান্দরবান জেলার নীলগিরি পাহাড় চূড়ায় জনপ্রিয় এ পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ ফুট উপরে অবস্থানের কারণে আকাশের মেঘ একটু নিচে এসে মেঘের সাগর তৈরি করে। আপনি চাইলে হাত দিয়ে ছুয়ে দেখতে পারেন। আবার কখনও কখনও মেঘ গুলো ধরা দেবে আপনার কাছে। আর এটাই এ পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। কিভাবে বান্দরবানে নীলগিরিতে যাবেন? প্রথমে বাসে করে যাবেন বান্দরবানে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন বান্দরবানের কয়েকটি পরিবহন কোম্পানি গাড়ি যায়। এর যেকোন একটি তে চড়ে আপনি সহজে বান্দরবানে যেতে পারবেন। বান্দরবান বাস স্টেশন এর কাছে নীল পার্ক জায়গা থেকে আপনি চান্দের গাড়ি নামে এক ধরনের গাড়ি পাবেন। একটি চান্দের গাড়ি বারা করতে লাগবে ২০০০ টাকা। আগামী দিন নতুন কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।
‘বঙ্গবন্ধু’ বিষয়ক কুইজ খেলে জিতে নিন স্মার্টফোন, ল্যাপটপ, ফ্রি মোবাইল ডাটা সহ আরো আকর্ষনীয় পুরস্কার
প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছেন। আশা করি সবাই ঘরে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের জন্য আরও...