বাচ্চা খেতে চায় না,দিন দিন রোগা হয়ে যাচ্ছে ?

আপনার বাচ্চা কি ঠিক মত খেতে চায়না অথবা সাস্থগত ভাবে ঠিক মত বেড়ে উঠছে না অসুস্থ কিংবা রোগা লাগছে চিন্তার কোন কারন নেই।সরাসরি আমেরিকা থেকে আমদানিকৃত বাচ্চাদের জন্য: K-LIQUID CHLOROPHYLL

আপনার বাচ্চার প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি K-LIQUID CHLOROPHYLL দিয়ে পূরন করুন। K-LIQUID CHLOROPHYLL বাচ্চাদের গুরুত্ব পূর্ণ ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট এর সমন্বয় শরীরের প্রতিদিনের সব পুষ্টি ঘাটতি পূরণ করতে পারে।
শরীরের মাল্টিভিটামিনস ও মাল্টিমিনারেল ও এনজাইমের ঘাটতি পূরণের জন্য নতুন প্রযুক্তিতে প্রক্রিয়াকরণের তৈরী K-LIQUID CHLOROPHYLL যাতে রয়েছে মসৃণ, রসালো এবং তরতাজা ফলমূল ও শাকসবজির গুনাগুন।

এক চামচ ক্লোরোফিলে রয়েছে এক কেজী সব্জির সমপরিমান পুষ্টিগুন।

K-LIQUID CHLOROPHYLL বাচ্চাদের জন্য টনিক:
—————————————————————-
খাবারে অনীহা দুর করে এবং খাবারে রুচি বৃদ্ধি করে।
শারিরিক স্বাস্থ্য এবং মানসিক বিকাশে সহায়ত করে।
সাধারন ঠান্ডা,হাচিঁ,কাশি লাঘবে সহায়তা করে।
পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি করে।
মেধা ও স্মৃতিশক্তি বিকাশে সহায়তা করে।
অতিরিক্ত মানসিক ও শারিরিক চাপ থেকে শরীরকে মুক্ত রাখে।
শিশুর পরিশ্রান্ত শরীর ও মনকে শান্ত রাখতে সহায়তা করে।
বাচ্চার দেহ ও মন সদা সর্বদা প্রফুল্ল থাকবে।

সেবন বিধি:
বাচ্চার পানির ফ্লাস্কে এক চামচ ক্লোরোফিল দিয়ে দিন,বাচ্চা স্কুলে বা বাসায় শুধুমাত্র সারাদিন ঐ পানিই পান করবে।এর কোন স্বাদ নেই,নরমাল পানির স্বাদ।এর রং সবুজ তাই বাচ্চাদের কাছে পছন্দনীয়।বাড়তি স্বাদ আনয়নের জন্য পানির ফ্লাস্কে চিনি বা মধু মিশাতে পারেনপ্রতি ফাইলের মূল্য:১৫৪৪টাকা।(প্রাপ্তিতে যোগাযোগ করুন:01831522015)

আইএসও এবং ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত সম্পূর্ন ন্যাচারাল অর্গানিক
K-LIQUID CHLOROPHYLL এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে।
আপনার সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় এবং রোগ মুক্ত জীবন যাপনে আজই সংগ্রহ করুন
K-LIQUID CHLOROPHYLL

ক্লোরোফিল সম্পর্কে বিস্তারিত জানতে গুগল এবং ইউটিউবে
K-LIQUID CHLOROPHYLL লিখে সার্চ দিন অনেক তথ্য জানতে পারবেন।

Related Posts

12 Comments

মন্তব্য করুন