বিক্রিয়া দুটির ধরণঃ
আমরা জানি লঘু এসিড এবং ধাতব কার্বনেটের বিক্রিয়ায় ধাতব লবন, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়।
উদ্দীপকের প্রথম বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট এবং সাইট্রিক এসিডের বিক্রিয়া এবং ২য় বিক্রিয়াটি ক্যালসিয়াম কার্বনেট ও সাইট্রিক এসিডের বিক্রিয়া দুটি একই ধরন।
আবার আমরা জানি সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট ক্ষারীয় প্রকৃতির লবন তাই এখানে দূর্বল ক্ষার এবং দূর্বল এসিডের বিক্রিয়ায় লবন এবং পানি উৎপন্ন হয়। তাই আমরা বলতে পারি বিক্রিয়া দুটি প্রশমন বিক্রিয়ার অন্তর্ভুক্ত।