বিজ্ঞানের কিছু বিস্ময়কর আবিস্কার ও আবিস্কারক এবং আবিস্কারের সন

আসাসালমু আলাইকুম

আশা করি সবাই ভালো।  আমিও ভালো আছি।  আমরা জীবনে বিজ্ঞানের অনেক বিস্ময়কর আবিস্কার সম্পর্কে শুনেছি।  আমরা আজ আরো বিজ্ঞানের আরো কিছু আবিস্কার সম্পর্কে জানবো।  তাহলে দেরি না করে চলুন এই আবিস্কার সম্পর্কে জানিঃ

১/ উড়োজাহাজ আবিস্কার করেন – (উইলবার রাইট ও অরভিল রাইট (আমেরিকা)  সন-  ১৯০৩)

২/ কম্পিউটার আবিস্কার করেন – (লাইভ সিনক্লেয়ার (ইংলিশ)সন-১৯৮৭)

৩/ হেলিকপ্টার আবিষ্কার করেন -(ইগর সিকরস্কি (আমেরিকান)সন-১৮৩৯)

৪/ ক্যালকুলেটর আবিষ্কার করেন- (চার্লস ব্যাবেজ (ইং)) সন-১৮৩৩)

৫/ ক্যাসেট আবিষ্কার করেন – (লিলিপ্স কোম্পানী (ডাচ)সন-১৯৬৩)

৬/ ভিডিও ক্যাসেট আবিষ্কার করেন-(সনি কোম্পানি(জাপানি)সন-১৯৬৩)

৭/ দোলক ঘড়ি আবিষ্কার করেন- (সি. হাইজেন্স (ডাচ) সন-১৬৫৭)

৮/ কাচ আবিষ্কার করেন -(আগসবার্গ ১০৮০ সালে)

৯/ প্রিটিং প্রেস আবিস্কার করেন -( গুটেনবার্গ ১৪৫০ সালে৷)

১০/ সৌরজগত আবিষ্কার করেন – (এন. কপার্নিকাস ১৫৪০ সালে)

১১/ বিদ্যুত আবিস্কার করেন- ( উইলিয়াম গিলবার্ট ১৫৭০ সালে)

১২/ অনুবিক্ষনযন্ত্র আবিষ্কার করেন – ( জেড ভ্যানসেন ১৫৯০ সালে)

১৩/ ব্যারোমিটার আবিষ্কার করেন-(ইভারজেলিস্টটরিসিলি ১৬৪৩ সালে)

১৪/ বায়ুনিস্কাষন যন্ত্র আবিষ্কার করেন-(অটোভ্যান গেরিক ১৬৫০ সালে)

১৫/ পিয়ানো আবিষ্কার করেন-(ক্রিস্টোফরি ১৭০৯ সালে)

১৬/ মেশিন গান আবিষ্কার করেন-( জেমস পাকল ১৭১৮ সালে)

১৭/   তাঁত যন্ত্র আবিষ্কার করেন-(ভানকে ১৭৩৩ সালে)

১৮/ ক্রনোমিটার আবিষ্কার করেন-(জন হ্যারিসন ১৭৩৫ সালে)

১৯/ স্টিম ইন্জিন আবিষ্কার করেন-(জেমস ওয়াট ১৭৩৫ সালে)

২০/ হাইড্রোজেন আবিষ্কার করেন-( হেনাি ক্যাভেন্ডিস ১৭৬৬ সালে)

২১/ গাড়ি আবিস্কার করেন -(নিকোলাস ক্যানট ১৭৬৯ সালে)

২২/ জাহাজ আবিষ্কার করেন-( জে সি পেরিয়াট ১৭৭৫ সালে)

২৩/ ডুবোজাহাজ আবিষ্কার করেন-(ডেভিড বুশনেল ১৭৭৬ সালে)

২৪/ চশমা আবিষ্কার করেন-( বেন্জামিন ফ্র্যাঙ্কলিন ১৭৮০ সালে

২৫/ বেলুন আবিষ্কার করেন-( বেকুইস ও জোসেফ ১৭৮৩ সালে)

২৬/ লেজার আবিষ্কার করেন-( টি এইচ মাইম্যান ১৯৬০ সালে)

২৭/ রকেট আবিষ্কার করেন-( ডব্লিউ কংগ্রিড ১৮০০ সালে)

২৮/ ব্যাটারি আবিস্কার করেন -( আলেসানড্রো ভোল্টা ১৮০০ সালে)

২৯/ সাবমেটিন আবিষ্কার করেন-(রবার্ট ফুলটন ১৮০৫ সালে)

৩০/ টাইপ রাইটার আবিস্কার করেন -( পেলেগ্রিন ট্যারি ১৮১৭ সালে)

৩১/ স্টেথোস্কোপ আবিষ্কার করেন-( আর ট এইচ লায়েনেক ১৮১৯ সালে)

৩২/ সিমেন্ট আবিষ্কার করেন -(জোসেফ আসপভিন ১৮২৪ সালে)

৩৩/ রবার আবিষ্কার করেন-( চার্লস ম্যকিনটোস ১৮২৩ সালে)

৩৪/ আধুনিক শিক্ষার আবিষ্কারক না জনক ( সক্রেটিস)

৩৫/ অর্থনীতির আবিষ্কারক বা জনক(এডামস্মিথ)

৩৬/ আধুনিক অর্থনীতির আবিষ্কার বা জনক(পল স্যামুয়েলসন)

৩৭/ আধুনিক গনতন্ত্রের আবিষ্কারক বা জনক ( জন লক)

৩৮ /আধুনিক জোর্তি বিজ্ঞানের আবিষ্কারক বা জনক ( কোপার্নিকাস)

৩৯/ আধুনিক মনো বিজ্ঞানের জনক বা আবিষ্কারক   ( সিগমেন্ড ফ্রয়েড)

এই সবগুলো জ্ঞান মূলক প্রশ্ন সবার উপকারে আসবে বিশেষ করে যারা চাকরির ইন্টারভিউ দিবে তাদের  উপকারে আসবে।

সামনে আরেকটি ভালো পোস্ট নিয়ে আসবো।

ততক্ষন ভালো থাকবেন।

ঘরে থাকুন সুস্থ থাকুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান

খোদা হাফেজ

 

Related Posts

7 Comments

মন্তব্য করুন