আজকে আপনাদের জন্য থাকছে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইটেম আইডিয়া, যেগুলো আপনি আপনাদের বন্ধুবান্ধব এর বিয়েতে দিয়ে তাকে খুশি করতে পারেন। আমরা বিভিন্নজনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকি। এক্ষেত্রে বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের বিয়েতে নিমন্ত্রণ রক্ষার্থে যাওয়ার জন্য আমাদের উপহার নিয়ে যেতে হয়।
অনেক আগে থেকে এই রীতি চলে আসছে। আর এখানেই আসে নানান চিন্তা করার মতো বিষয়। কোন গিফট বন্ধু বা বান্ধবীর বিয়েতে দেওয়া যায়, কি গিফট্ দিলে বেশি সুন্দর হবে। তাই আপনাদের চিন্তা দুর করতে সাধ্যের মধ্যে অর্থাৎ ৫ টি কম টাকায় বিয়ের উপহার আইডিয়া নিয়ে চলে এসেছি আজকে। এই ৫ টি আইডিয়া বলতে গেলে বেশ ইউনিক, চলুন তাহলে উপহারের আইডিয়া গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিয়ের গিফট আইটেম আইডিয়া ১০০০ টাকার মধ্যে
১. নবদম্পতির ছবি সুন্দর ফ্রেম করে উপহার দিন
আপনি যদি চান কম দামের মধ্যে একটি উপহার দিয়ে আপনার বন্ধু বা বান্ধবীকে খুশি করতে তবে আপনি তাদের একটি ছবি সুন্দর করে ফ্রেম করে উপহার হিসেবে দিন।
কিছু উপহার এমন থাকে যেগুলোতে টাকার হিসেব হয়না আর এমনি একটি উপহার আইডিয়া হচ্ছে এটি। আপনার বন্ধু এবং তার স্ত্রীর কিংবা বান্ধবী বা তার স্বামীর একটি সুন্দর পট্রেট ছবি সুন্দর একটি ফ্রেমে বন্দি করে উপহার দিন। এই উপহার আপনি মাত্র ৩০০-৫০০ টাকার মধ্যে ব্যবস্থা করতে পারবেন।
২. ছবিসহ টি-শার্ট উপহার দিন ( বিয়ের গিফট আইটেম আইডিয়া )
প্রথম আইডিয়া হিসেবে আপনাদের বলেছিলাম নবদম্পতির ছবি ফ্রেমে করে বাঁধিয়ে উপহার দিতে। কিন্তু এই উপহারটি আরো ইন্টারেস্টিং।
নবদম্পতির ছবি টি-শার্টের মধ্যে প্রিন্ট করে তাদের উপহার দিন দুটি টি-শার্ট। দুজনের ছবি সহ দুটি টি-শার্ট আপনি মাত্র ১ হাজার টাকায় মধ্যেই করিয়ে নিতে পারবেন। এটিও একটি ইউনিক বিয়ের গিফট আইডিয়া।
৩. সুন্দর ফুলের বুকে
ফুল সৌন্দর্য্য এবং ভালোবাসার প্রতীক। যদি আপনি কম সমের মধ্যে আপনার বন্ধু বা বান্ধবীর বিয়েতে একটি সুন্দর উপহার দিতে চাচ্ছেন তবে আপনি একটি সুন্দর ফুলের বুকে কিনে গিফট করতে পারেন। প্রয়োজনে বুকের মাঝখানে একটি সুন্দর কাগজে আপনার মনের কথা লিখে দিতে পারেন।
৪. একটি সুন্দর বই বা ডায়েরি
আমরা অনেকে আছি যারা বই পড়তে অনেক বেশি ভালোবাসি। যদি আপনার বন্ধু বা বান্ধবী বই পড়তে ভালোবাসে অথবা লিখতে ভালোবাসে, সেক্ষেত্রে আপনি তাকে একটি সুন্দর বই কিংবা একটি উন্নতমানের ডায়েরি উপহার হিসেবে দিতে পারে।
অনেকে এই উপহার ছোট হিসেবে ভাবতে পারেন। তবে উপহার যদি ৫ টাকা মূল্যের একটি কলম হয়, সেটিও একটি উপহার। সব উপহার টাকায় পরিমাপ করার জন্য হয়না।
৫. একটি সুন্দর পারফিউম
আমাদের শেষ বিয়ের উপহার আইডিয়া হচ্ছে পারফিউম। হ্যাঁ, নিত্যদিনের জীবনে আমাদের পারফিউম এর দরকার হয়। প্রত্যেকেই কোননা কোন পারফিউম ব্যাবহার করি।
বিভিন্ন দামের মধ্যে পারফিউম পাওয়া যায়। আপনি চাইলে আপনার বন্ধু বা বান্ধবীর পছন্দ অনুযায়ী একটি উপহার স্বরূপ দিতে পারেন।
পরিশেষে, আজকে আমরা ৫টি বিয়ের গিফট আইটেম আইডিয়া ১০০০ টাকার মধ্যে সম্পর্কে জানলাম। আশা করছি আর্টিকেলটা আপনাদের ভালো লেগেছে, দেখা হচ্ছে পরের কোনো টপিকে, আল্লাহ হাফেজ।