বাংলার নবাব,বাংলার অহংকার, ক্রিকেটের রাজ্য জয় করে আনা, তার নাম সাকিব আল হাসান। বিশ্বের সেরা ক্রিকেট বিশ্লেষকদের মতে জ্যাক ক্যালিস কিংবা শচীন টেন্ডুলকারের মতো খেলোয়াড় ১০০ বছরে একবার জন্মায়। কিন্তু সাকিবের মতো খেলোয়াড় ১০০০০ বছরে একবার জন্মায়।
শুধু বাঙালিদের কাছে সাকিব বেয়াদব সার্থপর আরও অনেক কিছু। কিন্তু ভিনদেশিদের কাছে ছেলেটা প্রসংশায় উচ্চমুখ।
ব্যাক্তিগত পরিচয়:
২৪শে মার্চ ১৯৮৭ সালে মাগুরা জেলায় জন্মগ্রহণ করে। পূর্ণনাম: সাকিব আল হাসান। ডাকনাম : সাকিব, ফয়সাল,ময়না।
উচ্চতা: ৫ফুট ৯ইন্চি।
জাতীয় দলে অভিষেক:
টেস্ট অভিষেক: ১৮ই মে ২০০৭ বনাম ভারত।
শেষ টেস্ট খেলেছেন: ২০শে সেপ্টেম্বর ২০১৯ বনাম আফগানিস্তান।
ওডিআই অভিষেক: ৬ই আগস্ট ২০০৬ বনাম জিম্বাবুয়ে।
শেষ ওডিআই ম্যাচ খেলেছেন: ১০শে অক্টোবর ২০১৯ বনাম আফগানিস্তান।
T20 অভিষেক: ২৮শে নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে।
T20 শেষ ম্যাচ খেলেছেন: ১৮ই অক্টোবর ২০১৯ বনাম আফগানিস্তান।
খেলোয়াড় জীবনে ব্যাটিং পরিসংখ্যান::
টেস্ট:ম্যাচ:৫৫ রান:৩৮০৭ ব্যাটিং গড়:৩৯.৬৫। ১০০/৫০: ৫/২৩ সর্বোচ্চ রান:২১৭।
ওডিআই: ম্যাচ: ২০৬ রান:৬,৩২৩ ব্যাটিং গড়:৩৭.৮৬ ১০০/৫০:৯/৪৭ সর্বোচ্চ রান:১৩৪*।
T20: ম্যাচ:৭২ রান:১,৪৭১ ব্যাটিং গড়: ২৩.৩৪ ১০০/৫০:০/৬ সর্বোচ্চ:৮৪।
খেলোয়াড় জীবনে বলিং পরিসংখ্যান::
টেস্ট: ম্যাচ: ৫৫ উইকেট: ২০৫ বোলিং গড়:৩১.৩৯ 5উইকেট: ১৮বার ১০উইকেট: ২বার সেরা বোলিং: ৭/৩৬।
ওডিআই: ম্যাচ: 206 উইকেট:২৬০ বোলিং গড়: ৩০.২১ 5উইকেট: ২বার সেরা বোলিং: ৫/২৯।
T20: ম্যাচ:৭২ উইকেট: ৮৮ বোলিং গড়: ২১.১৭ ৫উইকেট:১ বার সেরা বোলিং: ৫/২০।
সাকিব আল হাসান একজন যোদ্ধা। তিনি প্রতিবাদি। সাকিব দূরনিতির বিপক্ষে প্রতিবাদ করলে সে খারাপ।
সাকিব যদি খেলা না করে তাহলে তার চলবে। কিন্তু সে তো সেটা করে না, সে কিন্তু খেলা চালিয়ে যাচ্ছে। তার একটাই আশা,২৩ বিশ্বকাপ টা যেনো ভালোভাবে পার করতে পারে।আর একটা জয় ছিনিয়ে আনতে পারে।
গত বঙ্গবন্ধু টুর্নামেন্ট এ খারাপ খেলার জন্য সবাই সাকিব কে গালিগালাজ করছে। কিরন্তু শকুনের অভিশাপে তো গরু মরে না।
সাকিব দীর্ঘ ১বছর না খেলার জন্য খারাপ খেলছে।সে তো ভালো করার চেষ্টা করছে।ব্যাটে খারাপ খেললেও বলে ভালো করেছে। উইকেটে না পেলেও বোলিং ইকোনমি ভালো।
গত বিশ্বকাপে সাকিব যেটা করেছে , সেটি কারোর মনে নেই। সাকিব বিশ্বসেরা ১নং অলরাউন্ডার। আমরা তো শোভাগ্গো, মে কিনা আমাদের দেশে একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
সাকিব কে নিয়ে সবাই বাজে মন্তব্য করে। সাকিব প্রতিবাদ করে এজন্য কী সাকিব বেয়াদব। সাকিব মাঠে প্রতিবাদ করে এজন্য কী সাকিব বেয়াদব। আমরা মানুষ, এজন্য অন্যের ভালো দেখতে পারি না।
সাকিব আল হাসান রাজা,সে আবার ক্রিকেটে এ ফিরছে, তার রাজ্য দখল করার জন্য। সাকিব তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে ছিলাম,আছি আর থাকবো।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।