বিশ্ব পরিচিতি part 1

পৃথিবীর আয়তন

পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর).

আয়তন : ৫০ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার বর্গকিলোমিটার।

স্থল ভাগের আয়তন : ১৪কোটি ৮১ লাখ ৩৪ হাজার বর্গ কিলোমিটার ( মোট আয়তনের ২৯.১%).

জল ভাগের আয়তন: ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গ কিলোমিটার ( মোট আয়তনের ৭০.৯%).

সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গ কিলোমিটার।

পানি : লবণাক্ত ৯৭% এবং স্বাদু পানি ৩%.

স্থল সীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিলোমিটার।

পৃথিবীর আকার ও গতি
সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট।

আবর্তনের গতিবেগ : ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিলোমিটার/ঘন্টা।

ভূপৃষ্ঠের গঠন : অক্সিজেন ৪২.৭% ,সিলিকন ২৭.৭% ,আ‍্যলুমিনিয়াম ৮.১% ,লৌহ ৫.১% ,ক‍্যালসিয়াম ৩.৭% ,সোডিয়াম ২.৮% ,পটাসিয়াম ২.৫% এবং ম‍্যাগনেসিয়াম ২.২%।

মেরুদেশীয় ব‍্যাস : ১২,৭১৪ কিলোমিটার।

নিরক্ষীয় ব‍্যাস : ১২,৭৫৭ কিলোমিটার।

গড় ব‍্যাস : ১২,৭৩৪.৫ কিলোমিটার (গণনার সুবিধার জন‍্য ধরা হয় ১২,৮০০.০০ কিলোমিটার) .
গড় পরিধি : ৪০,০০০ কিলোমিটার।

সমুদ্রের তলদেশের ভূমিরূপ : ৫ টি (মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, নিমজ্জিত শৈলশিরা এবং গভীর সমুদ্রখাত) .

সৌরজগৎ

গ্রহ : ৮ টি (মঙ্গল, বুধ, বৃহস্পতি,  শুক্র, শনি, পৃথিবী,  ইউরেনাস এবং নেপচুন) .

ক্ষুদ্রতম গ্রহ: বুধ।

বৃহত্তম গ্রহ : বৃহস্পতি।

উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।

দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর।

সর্বত্র দিন রাত্রি সমান : ২১ শে মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

ছোট দিন : ২২ ডিসেম্বর।

পৃথিবীর একমাত্র উপগ্রহ : চাঁদ।

সূর্য থেকে গড় দুরত্ব : ১৫ কোটি কিলোমিটার।

নিকটতম (গ্রহ) : শুক্র.

মহাদেশ

মহাদেশ : ৭ টি (এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, অ‍্যান্টার্কটিকা).

আয়তনে বৃহত্তম মহাদেশ : এশিয়া।

আয়তনে  ক্ষুদ্রতম মহাদেশ : ওশেনিয়া।

জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ : এশিয়া।

জনশূন্য মহাদেশ : অ‍্যান্টার্কটিকা।………

।।

Related Posts

15 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন