Cheap price backlink from grathor: info@grathor.com

বীজগণিতের সকল সূত্র জেনে নিন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত । (পব ১)

🎉 Get ৳10000 Bonus!

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন??? আসা করি সবাই ভালোই আছেন!!! আমিও ভালোই আছি। আজকের পোস্টি তাদের জন্য যারা পড়াশোনা করেন। ক্লাস ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত উপযোগী আজকের পোষ্টটি।

আজকে আলোচনা কবরো গণিত সাবজেক্ট নিয়ে। গণিত সাবজেক্টটে বীজ গণিতের অনকগুলো বেশি কঠিন হয়ে থাকে। কিন্তু আবার কিছু সূত্র মুখস্ত করলে পানির মতো সহজ হয়ে যাবে এই অংক। তাই আজকে আমি এই সূত্র, মানে বীজগণিতের প্রয়োজনীয় যতো সূত্র আছে সব কিছু এই পোস্টেই শেয়ার করে দিবো।

# (a+b)√= a√+2ab+b√‌‌ ‌‌‌‌
# (a-b)√=a√-2ab+b√
#a√-b√=(a+b)√(a-b)
#a√+b√=(a+b)-2ab
#a√+b√=(a-b)√+2ab
#(a+b)√=(a-b)√+4ab( অনুঃ)
# (a-b)√=(a+b)√-4ab (অনুঃ)
#a√+b√=1÷2{(a+b)√+(a-b)√
#ab=((a+b÷2))√-((a-b÷2))√
#4ab=(a+b)√-(a-b)√
#(a+b+c)√=a√+b√+c√+2(ab+bc+ca)
#(c+b)√=a3+3a√b+3ab√+b3=a3+b3+3ab(a+b)
#(a-b)3=a3-3a√b+3ab2-b3=a3-b3-3ab(a-b)
#a3+b3=(a+b)-3ab(a+b)(অনুঃ)
#a3-b3=a-b)3+3ab(a-b)(অনু)

আজকে এই ১৫ টা সূত্র দিলাম। আসা করি এই সূত্র গুলো নোট করে রাখবেন। এবং আরো কিছু সূত্র আছে। আসলে বীজগণিতে মোট ২৯ টা সূত্র মুখস্ত করতে হয়। যদি ২৯ টা সূত্র মুখস্ত করতে পারেন তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।

তাই বলে সকল প্রশ্নের উত্তর না। শুধু বীজগণিত অংশের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আজকের পোস্টটে ১৫টা সূত্র দিলাম।আর ১৪ টা সূত্র পরের পোস্টটে দিবো ইনশাল্লাহ।

মাত্র ২৯টা সূত্র মুখস্ত করলেই ক্লাস ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বীজগণিত অংশের যেকোনো পশ্নের উত্তর দেওয়া সম্ভব । এবং ১০০% সর্বচ্চো মার্কস নিশ্চিত। আমাদের সকলকেই মানে( বিশেষ করে যারা ছাত্র ছাত্রী আছি) তাদের এই বীজগণিতের সূত্র মুখস্ত করা খুবই জরুরি।

আমি আর ১৪ টা সূত্রের পোস্ট খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকেই সব সূত্র গুলো অনেক সহজ। আর বাকি যে, ১৪ টা সূত্র আছে এগুলো একটু কঠিন। তাই পরবর্তী পোস্টটে সম্পূর্ণ বোঝানো চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তো এই সূত্র গুলো আজকে মুখস্ত করুন আগামী কাল বাকী সূত্র গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

আজকের পোস্ট এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ।

Related Posts

4 Comments

Leave a Reply