-
ভাঁট বকা ঃ
আপনি কি ভাট বকেন । মানে আপনি কি যেকোন বিষয়ে নিজের মুল্যবান মতামত জানাতে উঠে পড়ে লাগেন । তবে শুনে রাখুন আপনার মধ্যে বুদ্ধিমত্তার একটি অভ্যাস রয়েছে।বুদ্ধিমান ব্যাক্তিরা সঠিক তথ্য সব সময় সকলের সাথে প্রকাশ করে ।
-
নংরা জীবন যাপনঃ
বুদ্ধিমান ব্যাক্তিরা পরিস্কার থাকে না ।আপনি মনে করেন আপনার পড়ার বা কাজের টেবিল সেইটি পরিস্কার করা আপনি কাম্ম না তাহলে আপনি বুক্তিমান ব্যাক্তি।
-
প্রশ্ন করা ঃ
প্রশ্ন করা কি আপনার অভ্যাস ? আপনার মাথায় কি প্রশ্ন ঘুরাফিরা করে।যে প্রশ্নের উওরের জন্য আপনি নানার পদ্দক্ষেপ নিয়ে থাকেন ।যেমন – বই পড়া বা ইন্টারনেট থেকে প্রশ্নের উওর খুজা । এবং ছোটখাট গবেষনা করা ফেলা।বুদ্ধিমানদের এমন অভ্যাস থাকে।
-
রাত জেগে কাজ করা ঃ
বুদ্ধিমান ব্যাক্তিরা রাত জেগে কাজ করে থাকে।শব্দ বুদ্ধিমানদের পছন্দ হয় না তাই রাতের বেলা শান্ত পরিবেশে কাজ বা পড়ালেখা করে ।গবেষণায় দেখা যাই প্রত্যেক বুদ্ধিমানরা রাজ জেগে কার করে । এবং দিনের বেলা ঘুমিয়ে কাটিয়ে দেয়।
-
নিজের সাথে কথা বলা ঃ
বুদ্ধিমান ব্যাক্তিরা সব সময় নিজের সাথে কথা বলে ।যখন একা থাকে তখন বুদ্ধিমান ব্যাক্তিরা নিজের সাথে কথা বলে ।যারা কঠিন সময় বা একাকীত্তে নিজের সাথে কথা বলে তারা নিজের সব চেয়ে বড় বন্ধু হয়ে থাকে। এক কথাই নিজে কে নিজে অনেক ভালোভাবে চিনে ।এবং কঠিন কাজ নিজেকে নিজে মুডিফাইট করতে সক্ষম হয় ।
-
ঘুমের আগে চিন্তা করা ঃ
বুদ্ধিমান ব্যাক্তিরা ঘুমের আগে চিন্তা করে থাকে ।তারা ঘুমানোর আগে সমস্ত দিনের কার্যকলাপ গুলো ভাবেন। দিনের সমস্যাগুলো নিয়ে রাতে ঘুমানোর আগে চিন্তা করে বুদ্ধমান ব্যাক্তিরা।এবং আগামি দিনগুলোতে এই সমস্যা সমাধান কিভাবে করবে সে বিষয় নিয়ে চিন্তা করে থাকে।
-
বিনোদনের মধ্যে জ্ঞান খুজা ঃ
বুদ্ধিমান ব্যাক্তিরা আনন্দের জন্য যে মাধ্যম খুজে সেখানে আনন্দিত হওয়ার পাশপাশি নতুন কিছু শিখেন ।বুদ্ধিমান ব্যাক্তিরা সব সময় তথ্য খুজে থাকে । এইটা তাদের একটি অভ্যাস । কেন ঘঠছে কি কারনে ঘঠছে এই তথ্যগুলো খুজে বের করেন।
-
আওয়াজ শুনলে বিরক্তবোধ করে ঃ
বেশি ভাগ বুদ্ধিমান ব্যাক্তিরা আওয়াজ শুনতে পছন্দ করে না ।পৃথিবির ২০% মানুষ আওয়াজ শুনতে ভালোবাসেন না । তারা স্মার্ট হয়ে থাকে।