অনেকেরই লেখালেখির শখ থাকে। আবার অনেকেই অনলাইনে ঢুকে পড়েন নতুন নতুন কিছু আবিষ্কারের জন্য। কিন্তু যারা প্রফেশনালি লেখা লিখতে চান। তারা সর্বপ্রথম ভাবতে থাকেন তা থেকে কিছু উপার্জনের চিন্তা ভাবনা নিয়ে। একটি জিনিস তখনই গুরুত্বপূর্ণ হয় যখন সেটিকে আপনি প্রফেশনালি নিবেন। প্রফেশনালি লেখার অনেকগুলো সাইট আমাদের বাংলাদেশে রয়েছে। সবগুলো ব্লগ ওয়েবসাইটে রয়েছে কিছু বিশেষ নীতিমালা। তবে সহজ কথা হচ্ছে যদি আপনি ভাল লিখতে পারেননা তবে আপনি যেকোন ওয়েবসাইট থেকেই ভালো একটি আর্নিং করতে পারবেন।
তবে ভালো মানের ওয়েবসাইটে লিখতে হবে। আপনার লেখা তখনই মানুষ পড়বে যখন আপনি কোন ভালো ওয়েবসাইটের সাথে লিংক রাখবেন। এখন কথা হচ্ছে ভালো ওয়েবসাইট গুলোর নির্বাচন কৌশল। আপনি কোন ওয়েবসাইটে লিখবেন। এই চিন্তাটি আমাদের সকল লেখকদের মাঝেই চিন্তার একটি কারণ। যারা লিখতে চান, তারা সর্বপ্রথম খুঁজে নিবেন একটি ভালো মানের ওয়েবসাইট। ভালো লেখা এবং ভালো ভিউ পাওয়ার জন্য একটি ভালো ওয়েবসাইট এর গুরুত্ব অপরিসীম। আপনি ইচ্ছে করলেই, ভালো হইছে গুলো খুজে বের করতে পারবেন।তবে তার আগে আপনাকে জানতে হবে ভালো ওয়েবসাইট গুলো কি কি?ভালো মানের ওয়েবসাইট বুঝতে হলে আপনাকে ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ভালো ওয়েবসাইট নির্বাচনের কিছু বৈশিষ্ট্য পড়লে আপনি বুঝতে পারবেন আপনি যা চাইছেন সেটা সেখানে পাবেন কিনা।
ভালো ওয়েবসাইট চিনবার উপায়: আপনাকে সর্বপ্রথম ভালো ওয়েবসাইট চিনবার কিছু বৈশিষ্ট্য খুঁজে নিতে হবে।
- ওয়েবসাইট এর সদস্য সংখ্যা দেখে নিবেন।মনে রাখবেন একটি ভালো মানের ওয়েবসাইটের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো এর সদস্য সংখ্যা।যখন দেখবেন হাজার হাজার মানুষ এই ওয়েবসাইটে লিখছে কিংবা পড়ছে তাহলে বুঝবেন নিশ্চয়ই এটি অনেক জনপ্রিয়।
- ওয়েবসাইট গুলো কি কি মেথডে পেমেন্ট করে।
- ওয়েবসাইটগুলোর নীতিমালা কতটা সহজ এবং সরল।
- ওয়েবসাইটগুলোতে কি কি বিভাগ আছে? মনে রাখবেন একটি ভালো মানের ওয়েবসাইটে, বিভাগের সংখ্যাটা অনেক লম্বা। আর যত বেশি বিভাগ থাকবে, সেখানে আপনার লেখালেখির প্রচুর সুযোগ রয়েছে। সুতরাং আপনি বুঝতে পারবেন এই ওয়েবসাইটটি শুধুমাত্র লেখালেখির জন্য সৃষ্টি হয়েছে। এটি ভালো মানের ওয়েবসাইটের একটি প্রধান গুণ।
- সাপোর্ট, :ওয়েবসাইট গুলো তাদের পাঠক এবং লেখকদের কি পরিমান সাপোর্ট দিচ্ছে।মনে রাখবেন একটি ভালো মানের ওয়েবসাইট এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ডেভেলপমেন্ট। তাহলে আপনি বুঝতে পারবেন এই ওয়েবসাইটটি কতটা গুরুত্বপূর্ণ।
- অ্যাপ্রভাল নীতিমালা: কতটা সহনীয় প্রযুক্তি সম্পন্ন। মনে রাখবেন অ্যাপ্রভাল নীতিমালা যদি কঠিন হয় তাহলে আপনি কখনোই সেখানে টিকতে পারবেন না। সুতরাং অ্যাপ্রভাল নীতিমালাটা সর্বপ্রথম পড়ে নিবেন।
- পেমেন্ট প্রুফ, :পেমেন্ট প্রুফ হচ্ছে একটি ওয়েবসাইটের স্বচ্ছতার দলিলপত্র। মনে রাখবেন যে ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ অপশন নেই, সেখানে লিখলে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না।
- অফার এবং বোনাস :এই বিষয়গুলো অবশ্যই একটি ভালো ওয়েবসাইট এর বৈশিষ্ট্য।
- ট্রাফিক জ্যাম: আপনি খোঁজখবর নিয়ে দেখবেন কিছু কিছু ওয়েবসাইট গুলো আপনার লেখা পোস্ট কিংবা আর্টিকেলগুলো পেন্ডিং করে রাখে। সে ক্ষেত্রে বুঝতে হবে এই ওয়েবসাইটগুলো ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে অক্ষম। সুতরাং ট্র্যাফিক জ্যাম একটি ওয়েবসাইটকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে না।
- আর্নিং প্রোগ্রাম,: বিভিন্ন আর্নিং প্রোগ্রাম সেটাপ থাকলে, আপনি বুঝবেন ওয়েবসাইটটি শুধুমাত্র আপনার জন্য। দেরি না করে সেখানে জয়েন করে ফেলবেন। কারণ যে ওয়েবসাইটগুলো আর্নিং প্রোগ্রাম খুব চমৎকার, সেখানে লেখক এর সংখ্যা বেশি।
- উইথড্রয়াল ক্যাপাচিটি :একজন লেখক কে খুব বেশি আকৃষ্ট করে। যদি দেখেন উইথড্রয়াল ক্যাপাচিটি, বেশ জটিল তবে মনে করবেন এটি ভালো ওয়েবসাইট এর গুনাবলী নয়। সুতরাং যেখানে দেখবেন ক্যাপাচিটি গুলো খুব সহজ এবং সাধ্যের মধ্যে সেই ওয়েবসাইটটিকে বেছে নিবেন।
- ফিচার এন্ড ডিজাইন:ওয়েবসাইটের সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয় যখন তার ফিচার এন্ড ডিজাইন গুলো খুব সুন্দর হয়,। সুতরাং টিচার এন্ড ডিজাইন খুব গুরুত্বপূর্ণ একটি ভালো ওয়েবসাইট নির্বাচন করার জন্য।
- সর্বশেষ যেতে খেয়াল করবেন সেটি হচ্ছে এই ওয়েবসাইটটির মান। একজন মানুষ খুব সহজেই কোন কিছুর মান নির্ণয় করতে পারে।সুতরাং একটি ভালো মানের ওয়েবসাইট একটি ভালো মানের লেখক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আপনি মানের বিষয়ে কখনোই কম্প্রমাইজ করবেন না। কারণ কেউ একদিনের জন্য এই পেশায় আসতে চায়না। সুতরাং একটি ভালো ওয়েবসাইট এর প্রধান এবং বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার মান।
কিছু কিছু ওয়েবসাইট শুধুমাত্র লেখা পোষ্ট এর জন্য টাকা দেয়, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র ভিউইং এর জন্য পেমেন্ট করে। সুতরাং আপনি একটু যাচাই-বাছাই করে ওয়েবসাইট নির্বাচন করবেন।
যারা আর্নিং যারা শুধুমাত্র টাকার কথা চিন্তা করেন,তারা অর্থনৈতিক দিক গুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখবে । কারণ কিছু কিছু ওয়েবসাইট গুলো শুধু লেখার জন্য টাকা দেয়, আবার কিছু কিছু ওয়েবসাইট শুধুমাত্র লেখার জন্য টাকা দেয় না। তারা এখানে লেখা পড়ার জন্য টাকা দেয়। এখন আপনার হয়তো চোখ কপালে উঠে গেছে।লেখা পড়ার মাধ্যমে টাকা দেয় এমন ওয়েবসাইট গুলো কি কি?
আসুন জেনে নেই তার আগে শুধু লেখার জন্য প্রেমেন্ট করে কোন কোন ওয়েবসাইট?
- Hot news all
- Techno tunes
- Jit.com
- Bangla hub
- Lekhak dot-com
- Bangla block
- Hoichoi
- Aag achcha
- Digital Bangla
- Freelancer.com
এই ওয়েবসাইট গুলো শুধুমাত্র লেখা পোস্ট এবং বাবার জন্য টাকা দেয়। আমরা এখন জানতে পারলাম কোন ওয়েবসাইট গুলো লেখা পোস্ট এবং লেখার ভিউ এর জন্য টাকা দেয়, কিন্তু কিছু কিছু ওয়েব সাইট আছে যেখানে আপনি লেখা পোষ্ট এর জন্য টাকা পাবেন এমন কি, লেখাপড়ার মাধ্যমেও, ইনকাম করতে পারবেন। এখন দেখে নিন কোন কোন ওয়েবসাইট লেখাপড়ার এবং নিউজ দেখার মাধ্যমে টাকা দেয়। বিষয়টি খুবই ইন্টারেস্টিং!
বাংলাদেশ লেখাপড়া এবং নিউজ দেখার মাধ্যমে টাকা দেয় এমন ওয়েবসাইটের সংখ্যা খুবই কম। কারণ এমন কোন ওয়েবসাইট নেই যারা তাদের লাভের চিন্তা করে না। তবে হতাশ হওয়ার কিছু নেই। বিজনেস করার চিন্তা-ভাবনা নেই অনেকেই আসেন। আবার কেউ কেউ আসেন সত্যিকার অর্থে ভালো কোনো কিছু সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে।
আর তেমনি একটি চমৎকার ওয়েবসাইট হলো:
Grathor.com
লাল সবুজের লেখক তৈরির উদ্দেশ্য নিয়ে এই ওয়েবসাইটের যাত্রা। খুব বেশি দিন হল যাত্রা শুরু না হলেও অল্পদিনেই পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। তরুণদের কাছে ভরসার একমাত্র ওয়েবসাইটের নাম হল grathor.com।grontho.com এটির সবচেয়ে বড় গুণ হলো এখানে আপনি ইচ্ছে করলে প্রায় সকল বিভাগ এই আপনার লেখা পোস্ট করতে পারবেন।এবং চমৎকার ব্যাপারটা হচ্ছে এখানে আপনি লেখা লিখতে না পারলেও এখান থেকে লেখা পড়লেও মোটামুটি একটি পকেটমানি আপনার চলে আসবে।
আসুন জেনে নেই কি কি আর্নিং অফার এখানে রয়েছে,
- এখানে আপনি লেখা পোস্ট করলে টাকা পাবেন।
- এখানে আপনি কোন লেখা পোস্ট করলে সাথে সাথে কিছু টাকা পাবেন।
- এখানে আপনি লিখতে না পারলেও, লেখা পড়ার মাধ্যমে টাকা পাবেন
- এখানে আপনি কোন পোস্টে কমেন্টস করলে টাকা পাবেন।
- এই ওয়েবসাইটটিতে প্রতিদিন লগিন করলে টাকা পাবেন।
- এই ওয়েবসাইটটিতে জয়েন করার সাথে সাথে আপনি কিছু টাকা পাবেন।
- এই ওয়েবসাইটটিতে আপনার লেখার ভিউ হলে তার বোনাস পাবেন
- এই ওয়েবসাইটটিতে আপনার লেখা শেয়ার এর মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন।
- এই ওয়েবসাইটটিতে 500 আর্টিকেল সাবমিট হলে আপনি একটি গোল্ডেন বোনাস পাবেন
- ওয়েবসাইটটিতে মাসিক প্রতিযোগিতায় আপনি জয়লাভ করলে সেখান থেকে আপনি কিছু টাকা পাবেন। মোটামুটি ভালো অংকের টাকা।
- বাৎসরিক সেরা লেখকদের জন্য রয়েছে একটি বিগ বাজেট।
- এখানে আপনার একাউন্টে টাকা আপনি ডিপোজিট এর মাধ্যমে উপার্জন করতে পারবেন।
- আরো অন্যান্য ফিচার হয়তো ভবিষ্যতে যুক্ত হতে পারে।
তো আমরা উপরোক্ত বিষয়গুলো দেখে নিলাম। এখন ভাবুন তো এমন কোন ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে আমরা এককথায় বুঝে নিবো এটি একটি ভাল মানের ওয়েব সাইট। একটি ভাল মানের ওয়েব সাইটে যতগুলো গুণ থাকা প্রয়োজন তার প্রায় সবগুলোই এই ওয়েবসাইটে রয়েছে। তাই আপনি যদি লেখালেখির মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে ইন্টারনেটকে ব্যবহার করে যদি লেখালেখি করে এবং পড়ে উপার্জন করতে চান, তাহলে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনাকে অন্য কোন ওয়েবসাইটে আর লিখতে হবে না। এটি একটি অসাধারণ ওয়েবসাইট। যা আপনি কল্পনায় ভেবেছিলেন তাই এখন বাস্তব। তাই আরনিং ওয়েবসাইট হিসেবে এটি সবচেয়ে বেস্ট।
লেখাটা পড়ে ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন, তাদের ছোট ছোট কমেন্টগুলো আমাদেরকে নতুন নতুন আইডিয়া খুঁজে বের করতে এবং ইনফরমেশন দিতে সহযোগিতা করে।