প্রেম – ভালোবাসা এমন একটি বিষয়, সেটা যেনো না করলেই নয়। কারণ বর্তমানে প্রেম করেনা এমন ছেলে -মেয়ে পাওয়া খুবই কষ্টকর। আবার অনেকেই প্রেম -ভালোবাসতে চাই কিন্তু তারা হয়তো সুযোগ পেয়ে ওঠে না। সেজন্য সেটা পারে না। আবার অনেকে একাধিক প্রেম এরও বেশিকরে থ্কে তবে আজ জানবেন কীভাবে প্রেম-ভালোবাসায় মানুষ ব্যর্থ হয়, এবং যে কারণে প্রতারণা শিকার হয় সেই সকল বিষয় নিয়ে।।
সম্পর্কের ভেতর ভাঙ্গন ধরা !!
ভালোবাসার মতো একটা মধুর সম্পর্কের ভিতরে তখনই ভালো লাগেনা যখন একে অন্যের খোঁজখবর নেয়া প্রায় বন্ধ করে দেওয়া হয় তখন। কারণ ভালোবাসার মানুষকে যদি বেশি খোঁজ খবর না নেওয়া হয় সে কি করছে কোথায় যাচ্ছে কেমন আছে তার বাড়ির লোক গুলা কেমন আছে। এই ধরনের খবর যদি না নেয়া হয় তাহলে প্রিয় মানুষটার সাথে সম্পর্কের ভাঙ্গন ধরবে এটাই স্বাভাবিক। ভালোবাসার শুরু হয় যেভাবে কথা বলার মাধ্যমে প্রথম দিকে প্রচন্ড খোঁজখবর নেওয়া এবং খেয়াল রাখা হয় সেটা যদি সবসময় কন্টিনিউ রাখা হয় তাহলে কখনই সম্পর্কে ভাঙ্গন ধরা সৃষ্টি হতে পারে না।।
প্রিয় মানুষের সঙ্গ না পাওয়া !!
হয়তো আপনি আপনার প্রিয় মানুষটাকে যখন প্রথম দিকে ভালোবাসতেন তার অনেক খোঁজখবর রাখতেন। তার প্রতিটা কাজই সঙ্গ দিতেন। কোনটা ভালো কোনটা খারাপ এই সমস্ত বিষয় গুলো তাকে বলে দিতেন আপনি যদি বর্তমানে সেই সকল কাজের সঙ্গ না দেন কোনটা খারাপ কোনটা ভালো এগুলো বুঝিয়ে না দেন। তাহলে আপনার প্রিয় মানুষটা আপনার প্রতি একটু রেগে যাবে মনে মনে এবং সেইসাথে আপনার থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা বেশি।।
খোঁজখবর ও খেয়াল না রাখা !!
প্রিয় মানুষটার সাথে ভালো সম্পর্ক তার খোঁজ-খবর রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দিনে অন্তত পাঁচ দশ বারের মত সে কি করছে এটা জিজ্ঞেস করেন। হয়তো তার রাগ হতে পারে বা আপনার বিরক্ত লাগতে পারে তাহলে এটা করবেন দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনার প্রতি অসস্থি হলেও আপনাকে ভালো টাই বেশি বাসবে। তাছাড়া দিনে অন্তত একবার বলুন আপনি তাকে ভীষন ভালবাসেন এই কথাগুলো হয়তো আপনি প্রথমদিকে বলতেন কিন্তু বর্তমান ব্যস্ততার কারণে এই ধরনের কথা আর বলে হয়ে ওঠে না। তাই প্রিয় মানুষটা দেখবেন আস্তে আস্তে আপনার থেকে সরে যাচ্ছে বা আপনার প্রতি তার একটা খারাপ অনুভূতি হবে এবং আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে। আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারে।।
রাগ করা ও ব্যস্ত দেখানো !!
ভালোবাসার প্রথম দিকে হয়তো প্রিয় মানুষটার সাথে অনেক অনেক মিষ্টি কথা বলতেন। অনেক হাসি তামাশা ও করতেন কিন্তু সম্পর্কটা অনেক দূরত্ব হয়ে যাওয়ায় তার সাথে হয়তো আর আসি তামাশা মিষ্টি কথা বলে হয়ে ওঠেনা। অথবা মাঝে মাঝে তার কল করলে একটু বিরক্ত বোধ করেন যখন ব্যস্ত থাকেন বা মাঝে মাঝে সে কল করলে আপনি তাকে বলেন ব্যস্ত আছি পরে কল করবো। পরে কথা হবে এখন রাখো সেই প্রিয় মানুষটি আপনার থেকে দূরে সরে যাবে এবং অন্য জনের প্রেমে পড়তে বাধ্য হবে তাই প্রিয় মানুষকে রাগ দেখানো থেকে বিরত থাকবেন।।
সম্পর্কে অবিশ্বাস বা সন্দেহ করা!!
সম্পর্কের মধ্যে সন্দেহ বা অবিশ্বাস’ এই দুইটি হল সবথেকে বেশি সম্পর্কের ভাঙ্গন ধরাই। যে সম্পর্কের ভিতরে বিশ্বাস বা সন্দেহ নেই তাদের সম্পর্ক সবথেকে বেশি থাকে এবং তারাই জয়ী হয়। আর যারা সন্দেহবাতিকগ্রস্থ তাদের প্রেমটা বেশিদিন টিকে না আস্তে আস্তে সেটা ভেঙে যায়। তাই সম্পর্কের ভিতরে প্রথমে দুজন দুজনকে ভালো করে জেনে নিন। সম্পর্কের ভিতরে কখনো সন্দেহ বা অবিশ্বাস করবেন না কারণ এই দুইটাই সম্পর্ক ভেঙে চুরমার করে দেয়। সন্দেহ অবিশ্বাসকে ঠেলে দিন দূরে প্রেম ভালোবাসা টিকবে আজীবন ধরে।।