আসসালামুআলাইকুম সবাইকে! কেমন আছেন সকলে? আশা করছি সবাই বেশ ভালই আছেন। চলে আসলাম আবার নতুন আর্টিকেল নিয়ে। ভালোবাসার অনুভূতি প্রকাশ করার ১৫ উপায় – টাইটেল দেখে নিশ্চই বুঝেছেন, আজকে আপনাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করার উপায়গুলো বলবো।
হতে পারে, আপনি কাউকে ভালোবাসেন বা আপনার কারোর প্রতি ভালোবাসার অনুভূতি জেগেছে, কিন্তু আপনি শত চেষ্টা করার পরেও কোনো ভাবে বুঝতে পারছেন না যে, কিভাবে আপনি তাকে আপনার ভালোবাসার অনুভূতি প্রকাশ করবেন সেটি। যদি আপনি সঠিক ভাবে আপনার প্রিয় মানুষকে আপনার ভালোবাসার অনুভূতি জানাতে পারেন বা তার সামনে প্রকাশ করতে পারেন, তাহলে হয়তো সে আপনার ভালোবাসার অনুভূতি এবং প্রকাশ করাকে গ্রহণ করে নিবে। চলুন তবে শুরু করা যাক।
ভালোবাসার অনুভূতি প্রকাশ করার ১৫ উপায় নিচে দেওয়া হল:
১. প্রিয় মানুষের প্রশংসা করুন। আমরা সবাই নিজেদের কাজের প্রশংসা অন্যের কাছে থেকে শুনতে পছন্দ করে থাকি। আপনি আপনার প্রিয় মানুষের সব কাজে প্রশংসা করলে সে অনেক খুশি হবে। এভাবে আপনি আপনার ভালোবাসার অনুভূতি ও প্রকাশ করতে পারবেন।
২. উপস্থিত সিদ্ধান্ত নিতে শিখুন। উপস্থিত সিদ্ধান্ত মানে হলো হটাৎ করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি। ভালোবাসার অনুভূতি প্রকাশের জন্য উপস্থিত সিদ্ধান্ত নিতে পারাটা জরুরি।
৪. তার প্রিয় কাজ গুলো করুন। আপনার প্রিয় মানুষ কোন ধরনের কাজ গুলো বেশি পছন্দ করে সেগুলো করার চেষ্টা করুন। ধরুন সে গান শুনতে পছন্দ করে, সুতরাং আপনি তাকে গান শুনাতে পারেন। এভাবে তার পছন্দের কাজগুলো করুন।
৫. সুন্দর সুন্দর উপহার দিন। উপহার সম্পর্ক তৈরি এবং টিকিয়ে রাখতে সাহায্য করে। তাই বলে এটা না যে দামি দানি উপহার দিতে হবে। আপনি ছোট খাটো উপহার দিয়েও আপনার মনের মানুষের মন জিতে নিতে পারেন।
৬. আমরা শোনার থেকে বলতে বেশি ভালোবাসি। নিজে কম বলুন, এবং প্রিয় মানুষটিকে বলার সুযোগ দিন।
৭. আপনার ভালোবাসার মানুষের সব ছোট বড় কাজে তাকে উৎসাহ দিন। এতে আপনি সহজে তাকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে পারবেন।
৮. তাকে সময় দিন। এই কথাটির মানে হচ্ছে সে আপনাকে যখনই ডাকবে, কল করবে মেসেজ করবে বা কোনো কাজ দিবে তখনই সাথে সাথে তার সামনে উপস্থিত হোন, তাকে সময় দিন।
৯. প্রিয় মানুষটির নানান কাজে সাহায্য করুন। যখন আপনি ছোট ছোট কাজে তাকে সাহায্য করবেন তখন সে অনেক খুশি হবে।
১০. সবসময় নিজের জায়গা থেকে সৎ থাকুন, কখনই ভালোবাসার মানুষের সাথে মিথ্যা বলবেন না।
১১. তাকে সবসময় হাসি খুশি রাখুন। একজন মানুষ তার জীবনসঙ্গীর সাথে সর্বদা হাসি খুশি আনন্দের মাঝে কাটাতে চায়, আর তাকে তাকে সবসময় খুশি রাখুন।
১২. এমন কিছু একটা করুন, যাতে সে অনেক অবাক হয়। এবং তার সেটি অনেক পছন্দ হয়, সে যেন বুঝতে পারে আপনি তাকে ভালবাসেন।
১৩. তার অনুভূতি গুলোকে বুঝার চেষ্টা করুন, সে কি ভালোবাসে, কি ভালোবাসে না এসব ছোট খাটো বিষয়গুলো বুঝার চেষ্টা করুন।
১৪. সব ধরনের ইভেন্টে তাকে উইশ করুন, শুভেচ্ছা জানান। যেমন ধরুন, তার জন্মদিনে বা অন্য কোনো ইভেন্টে।
১৫. শেষ উপায়টি হচ্ছে তার থেকে কিছু পাওয়ার আশা করবেন না, ভালোবাসা ছাড়া। তাকে বুঝাতে চেষ্টা করুন যে আপনি তার সাথে পুরো জীবন একসাথে থাকতে চান। তাহলে আপনি আপনার অনুভূতি প্রকাশ করে ফেলতে পারবেন।
তো এই ১৫ টি উপায় আপনি অবলম্বন করতে পারেন। আশা করছি উপায়গুলো বেশ কাজে দেবে। এ ধরনের আর্টিকেল আরও পড়তে আমার প্রোফাইল: https://grathor.com/user/shuvo017/?profiletab=posts । Grathor ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/grathor.official/