সত্যি বলতো প্রিয়া ভালোবাসার দিনটি কোনটা?
আমার বোকা তাও জানোনা ফেব্রুয়ারি চৌদ্দ – তারিখটা
আমি জানি সব জানি, কেবল বলতে পারি না,
বলার জন্য মন দিয়েছে দেয়নি তো কাউকে বুঝাতে।
পঁচিশ বছর ধরে হাঁটছি বলেনি তো কেউ ভুলেও,
অপেক্ষা কর পথচারী আমার কথা শুনে যেও।
আমাকে তোমার সঙ্গে নিবে, নিবে আমার মধুর হাসি,
যে হাসিটা তুমি দিয়েছো দেখেছে নদীর জল রাশি।
তুমি হলে মনের অরণ্য গজায় সবুজ পাতা,
পাখিরা যেন গেয়ে শোনাই ভালবাসার বার্তা।
ফুলের কাছে ভোমরা হয়ে আসব আমি উড়ে,
সারাদিন পাশে থাকব ফেব্রুয়ারি চৌদ্দ তারিখে।
বলেনি তো কেউ মোরে এমন ভালবাসার কথা,
সে কারণেই ভুলতে বসেছি ভ্যালেন্টাইন ডে কথা।
বাড়ির উঠানে বসে মা ফোনে বলে কি করছিস খোকা,
কেমন আছিস সোনা আমার নিজের খেয়াল রাখিস বাবা।
মা আরো বললো-বোকা ছেলে ভুলে গেছিস কথা,
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
sundor lekcen vlo lglo
onk valo hyce
nice
Himmm
Nc
সুন্দর
Good
very very nice
Very nice
nice
Nice post for recreation
…
নতুন কবিতা
nice
good
nice
খুব ভালো হয়েছে
খুব ভালো লাগলো।
nc
সুন্দর
Nice
very nice
valo
Goof
Hummmmmm
nice post
valo post
valo…
nice
Good
ভালো
Nv
বেশ ভালো লাগলো।
nice
Wooooowww
Nc
খাটি কথা
Vlo…
বেশ ভালো পোস্ট।
ভালো লিখেছেন
Gd
পড়ে ভালো লাগলো।
Strange!
gd