ভ্রমন নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।লকডাউনে থেকে সবাই খুব বিরক্ত হয়ে পড়ছেন তাই না?তার মধ্যে অনেকেই আবার পরিস্থিতি স্বাভাবিক হলে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন। মানুষ বরাবরই নিজের মতো করে চলতে পছন্দ।তাইতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেনঃ
“থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে
কেমন করে ঘুরছে মানুষ জুগান্তরের ঘূর্ণিপাকে
দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে”

ভ্রমন নিয়ে ক্যাপশন

মানুষ বরাবরই চায় অজানাকে জানতে, অদেখাকে দেখতে।আমাদের দেশ ষড়ঋতুর দেশ। প্রকৃতির অপার রূপে মুগ্ধ হয়ে মানুষ ছুটে যায় এক দেশ থেকে আরেক দেশে।আমরা বাঙালি জাতি বরাবরই ঘুরতে খুব পছন্দ করি।কিন্তু বর্তমান তরুণ সমাজ এই ঘুরতে যাওয়াকে তাদের নেশা বানিয়ে ফেলেছে।প্রতিবছর দুই থেকে তিনটা ট্যুর না দিলে তাদের মনে হয় চলেইনা।তবে ঘুরলে আপনার শরীর মন দুটোই খুব প্রশান্তি পায় তা নতুন করে বলার আর কোন অপেক্ষা রাখেনা।তবে এইটুকুতে শেষ নয়। ভ্রমণের রয়েছে আরও নানান ধরণের উপকারীতা।চলুন তাহলে জেনে আসি ভ্রমণের উপকারী দিকগুলো নিয়েঃ

১.জ্ঞানী গুণী জন বলেছেন “ভ্রমণ হলো জ্ঞানসমুদ্রের সন্ধান।ভ্রমনে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়।

২.পাঠ্যবইয়ে নিয়ে ডুবে থাকলে জ্ঞানী হওয়া যায়না ।তাই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে।

৩.ভ্রমনে আপনার এক ধরণের মানসিক প্রশান্তি আসবে যা আপনাকে নতুন উদ্যোমে কাজ করতে সাহায্য করবে।

৪.ভ্রমণের ফলে আত্নবিশ্বাস বৃদ্ধি পায়।

৫.গবেষনায় দেখা গেছে যারা খুব বেশি ভ্রমণবিলাশি তারা খুব সুখি হয়ে থাকে।

৬.ভ্রমনের ফলে মানুষের বুদ্ধি সচল থাকে।

ভ্রমনের এত্তসব গুণাবলি থাকা সত্ত্বেও এখন নিশ্চয়ই মন চাচ্ছে কোথাও থেকে ঘুরে আসতে।ঘুরতে সবারই ভালো লাগে।তবে ঘুরতে যাবার আগে আপনার অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে।তা হলোঃ

১.আপনি যে যায়গায় ঘুরতে যাবেন সেই জায়গা সম্পর্কে ভালো ভাবে জেনে নিবেন।

২.আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঔষুধ সাথে নিয়ে যাবেন।

৩.সর্বদাই লোকাল গাইডকে সাথে করে নিয়ে যাবেন।

৪.ন্যাশানাল আইডি কার্ড,পাসপোর্ট, ভার্সিটি আইডি কার্ড অবশ্যই সাথে রাখবেন।

৫.আপনি যে যায়গায় ঘুরতে যাবেন সেই জায়গায় অবশ্যই থানায় গিয়ে প্রয়োজনীয় তথ্যাদি এন্ট্রি করে নিবেন।এতে আপনার কোন ধরণের বিপদ আপদে পুলিশের সহায়তা খুব দ্রুত পাবেন।

৬.অবশ্যই আবাহাওয়া সম্পর্কে জেনে নিবেন।যাতে আপনার ভ্রমণ অভিজ্ঞতায় কোন ধরণের অসুবিধা না হয়।

৭.সাথে অবশ্যই ক্যাশ টাকা রাখবেন।না হলে বিপদে পড়তে পারেন।

৮.অবশ্যই গুগল ম্যাপের অনলাইন এবং প্রয়োজনে অফলাইন ম্যাপ অন করে রাখবেন। এতে করে হারিয়ে যাবার বিরম্ভনা পোহাতে হবে না।

৯.ভ্রমনে যাবার আগ অবশ্যই একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে রাখবেন এতে আপনার সময় এবং অভিজ্ঞতা দুটিই ঠিক থাকবে।

১০.কখনো সাতার না জানলে কোন সমুদ্রে ট্রলারে উঠবেন না।হঠাৎ আবাহাওয়া খারাপ হলে আপনার প্রাণের ঝুঁকি বাড়বে।

আশা করি আজকের পোস্টটির মাধ্যমে ভ্রমণ নিয়ে আপনাদের নানান ধরনের জিজ্ঞাসা এবং প্রয়োজনীয় দিকসমূহ তুলে ধরেছি।আশা করি এই সকল বিষয়সমূহ মাথায় রাখলে আপনাদের ঝামেলা কিছুটা হলেও কমবে।আজ এইটুকুই।ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

19 Comments

মন্তব্য করুন