হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সকলেই বেশ ভালো রয়েছে। আবারো চলে আসলাম মজার প্রশ্ন ও মজার উত্তর এর পার্ট ২ নিয়ে। গত পর্বে আমরা বেশ কিছু গুগলি ধাঁধা বা মজার মজার প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জেনেছি। এরই ধারাবাহিকতায় আজকে আবারও মজার প্রশ্ন এবং উত্তর এর পার্ট ২ নিয়ে চলে আসলাম। অনেক কথায় বলে ফেললাম, চলুন এবারে শুরু করা যাক।
মজার প্রশ্নের মজার উত্তর | গুগলি ধাঁধা এবং মজার উত্তর
১. এমন একটা প্রাণীর নাম বলুন, যার ভয়ে মানুষ খাঁচায় বন্দী থাকে?
উত্তরঃ মশা
ব্যাখ্যাঃ মশা থেকে বাঁচতে আমরা সবাই মশারি টাঙিয়ে সেটার ভেতরে ঘুমায়। এখানে খাঁচা বলতে বোঝানো হয়েছে মশারিকে। আর তাই উত্তর হচ্ছে মশা।
২. দোকানে বিক্রি হয় কোন দাম?
উত্তরঃ বাদাম
ব্যাখ্যাঃ দোকানে বাদাম ছাড়া অন্য কোন দাম বিক্রি হয় না। দোকানে বাদাম বিক্রি হয়।
৩. আমাদেরকে দেখতে সাহায্য করে এমন একটি ফুলের নাম বলুন?
উত্তরঃ নয়নতারা
ব্যাখ্যাঃ নয়নতারা হচ্ছে একটি ফুলের নাম। নয়ন মনে চোখ আর চোখের তারা দিয়ে হচ্ছে আমরা দেখে থাকি। আর তাই উত্তর হবে নয়নতারা।
৪. কোন খাবার মানুষের শেষ খাবার?
উত্তরঃ জল
ব্যাখ্যাঃ মানুষের শেষ খাবার জল বলার কারণ মানুষের মৃত্যুর আগে তার মুখে জল দেওয়া হয়।
৫. এমন একটি প্রাণী যে প্রাণী পা উপরে এবং মাথা নিচে করে ঘুমায়, বলুনতো প্রাণীটির নাম কি?
উত্তরঃ বাদুড়
ব্যাখ্যাঃ বাদুড় পা উপরে রেখে আর মাথা নিচে করে ঘুমায়। আর তাই সঠিক উত্তর হচ্ছে বাদুড়।
৬. এমন কোন ‘ না ‘ যেটা মানুষকে বেশি কষ্ট দেয়?
উত্তরঃ যন্ত্রণা
ব্যাখ্যাঃ যন্ত্রণা মানুষকে খুব কষ্ট দিয়ে থাকে। কষ্টের আরেক নাম যন্ত্রণা।
৭. প্রেমে রিজেক্ট হওয়ার পো মানুষ ছাড়া আর কোন প্রাণী অ্যালকোহল খায়?
উত্তরঃ মৌমাছি
ব্যাখ্যাঃ মানুষ ছাড়াও মৌমাছি তাদের প্রেমে রিজেক্ট হলে অ্যালকোহল পান করে।
৮. এমন কেউ যে কথা বলতে পারেনা অথচ তুমি তাকে যা প্রশ্ন করবে সে সকল প্রশ্নের উত্তর দেবে?
উত্তরঃ গুগল
ব্যাখ্যাঃ গুগল একটি সার্চ ইঞ্জিন যে আমাদের সাথে কথা বলতে পারেনা। কিন্তু আমাদের যেকোনো প্রশ্নের উত্তর মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে দিয়ে দেয়। তাই এর উত্তর হবে গুগল।
৯. বিশ্বের সবচেয়ে বড় হাড় এর নাম কি?
উত্তরঃ পাহাড়
ব্যাখ্যাঃ পৃথিবীতে পাহাড় এর চেয়ে বড় আর কোনো হাড় নেই। আর তাই সঠিক উত্তর পাহাড়।
১০. এমন একটি জিনিস যার হাত নেই, পা নেই, কিন্তু দেশ বিদেশে তার অভাব হলে মানুষকে হতে হয় হয়রান।
উত্তরঃ টাকা
ব্যাখ্যাঃ টাকার কোনো হাত পা নেই, আর মানুষের টাকার অভাব হলে তাকে অনেকভাবে হয়রান হতে হয়।
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য কয়েকটি মজার প্রশ্ন এবং উত্তর। আশা করছি ভালো লাগবে, ভালো লাগল কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ