আসসালামু আলাইকুম বন্ধু রা আশা করি সকলে ভালো আছেন।।আজকে আমি আপনাদের কে জানাব কিভাবে আপনি এগ স্কুল স্যাডুইচ কিভাবে বানাবেন?তো চলুন বন্ধুরা শুরু করা যাক।।।
উপকরনঃ
১/ভালো মানের ব্রেড।
২/ডিমের সাদা অংশ। (কুসুম ছাড়া)
৩/গোল মরিচ এর গুরো।
৪/ডিমের কুসুম।
৫/শসা।
৬/লেবু।
৭/গাজড়।
৮/মেওনিস।
৯/লবন।
পদ্ধতিঃ
প্রথমে ব্রেড গুলোর হলুদ অংশ ভালোভাবে কেটে নিতে হবে।তারপর ডিমের সাদা অংশ কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর একটি পাএে ডিমের সাদা অংশ ও গোল মরিচ এর গুরো + ডিমের কুসুম কুচি কুচি করে মিক্সিং করতে হবে + শসা কুচি কুচি করে +লেবুর রস +গাজড় কুচি কুচি করে + মেওনিস + লবন (পরিমান মতো)
ব্যবহারঃ
তারপর ব্রেড গুলোকে স্যানডুইচ আকারে কাটতে হবে৷। তারপর পেস্ট গুলোকে ব্রেড এ দিতে হবে।এভাবে সবগুলো কে বানাতে হবে।
পরিবেশনঃ
সস দিয়ে মজা পরিবেশন করলে খুব মজা লাগে।
✍আপনাদের কোনো কিছু জানা লাগলে আমাকে জানাবেন।।।।ধন্যবাদ।😍😍😍