মাএ ১০ মিনিটে স্যান্ডুইচ তৈরি করুন। খুব সহজ উপায়ে।।।।

আসসালামু আলাইকুম বন্ধু রা আশা করি সকলে ভালো আছেন।।আজকে আমি আপনাদের কে জানাব কিভাবে আপনি এগ স্কুল স্যাডুইচ কিভাবে বানাবেন?তো চলুন বন্ধুরা শুরু করা যাক।।।

উপকরনঃ
১/ভালো মানের ব্রেড।
২/ডিমের সাদা অংশ। (কুসুম ছাড়া)
৩/গোল মরিচ এর গুরো।
৪/ডিমের কুসুম।
৫/শসা।
৬/লেবু।
৭/গাজড়।
৮/মেওনিস।
৯/লবন।

পদ্ধতিঃ
প্রথমে ব্রেড গুলোর হলুদ অংশ ভালোভাবে কেটে নিতে হবে।তারপর ডিমের সাদা অংশ কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর একটি পাএে ডিমের সাদা অংশ ও গোল মরিচ এর গুরো + ডিমের কুসুম কুচি কুচি করে মিক্সিং করতে হবে + শসা কুচি কুচি করে +লেবুর রস +গাজড় কুচি কুচি করে + মেওনিস + লবন (পরিমান মতো)

ব্যবহারঃ
তারপর ব্রেড গুলোকে স্যানডুইচ আকারে কাটতে হবে৷। তারপর পেস্ট গুলোকে ব্রেড এ দিতে হবে।এভাবে সবগুলো কে বানাতে হবে।
পরিবেশনঃ
সস দিয়ে মজা পরিবেশন করলে খুব মজা লাগে।

✍আপনাদের কোনো কিছু জানা লাগলে আমাকে জানাবেন।।।।ধন্যবাদ।😍😍😍

Related Posts

3 Comments

মন্তব্য করুন