সু’প্রিয় বন্দু-গন আসসালামু আলাইকুম!
কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন আজকের পোস্টের ধারাবাহিক সম্পর্কে।
বন্দু-গন আপনাদের মধ্যে হতে কেউ যদি প্রথম পর্ব দেখে না থাকেন, তাহারা এখানে ক্লিক করুন
**মাতা – পিতাকে কষ্ট দেয়ার শাস্তি দুনিয়াতেই পাওয়া যায় ।
::::::::::::::::::::::পাঠ:(২)::::::::::::::::::::::::
পেটের প্রচণ্ড ব্যথায় ছটফট করছে , মাটিতে গড়াগড়ি খাচ্ছিল লােকটি । একপর্যায়ে আমি বুকে সাহস নিয়ে বললাম , কী হয়েছে আপনার ? অমন করছেন কেন ? লােকটি ফোস ফোস করে বলল , কিছুই হয়নি , কিছুই হয়নি আমার । এটা আমার প্রাপ্য , আমার পাপের শান্তি , মায়ের বদদোয়া , আমার মায়ের ওপর আমি বড় অবিচার করেছি । মাগাে ! আমাকে ক্ষমা করে দাও …। তার কথা শুনে আমি কিছুই বুঝতে পারলাম না যে , কী বলছে এসব ? তবে তার কথার মধ্যে যে একটা ভক্ত সত্য লুকিয়ে আছে , সেটা অনুভব । করতে আমার তেমন কষ্ট হয়নি । খানিক পর লােকটি একটু শান্ত হল , সােজা হয়ে বসে আমার দিকে তাকিয়ে করুণ কাণ্ঠে বলল আমাকে একমুঠো খাবার দিতে পারবে ? -কেন পারব না ? আসুন । লােকটি ওঠে দাঁড়াতে চাচ্ছিল , কিন্তু পারছিল না । তাকে ধরার জন্য হাত বাড়ালাম । চেঁচিয়ে উঠল সে । বলল , না , না , তােমার পবিত্র হাতে আমার এ পাপিষ্ট শরীর স্পর্শ করাে না । -এটা কেমন কথা ? পাপ করেছেন বলে তাে শরীরে পাপ লেগে থাকে না । – থাকে , থাকে । আমার সারা শরীর পাপে ভরপুর । আমি জঘণ্য পাপী । আমি ক্ষমার অযোগ্য , আমাকে স্পর্শ কালাে না । আমি আর স্পর্শ করলাম না । অতি কষ্টে একাই ওঠে দাঁড়াল । বাড়িতে নিয়ে গিয়ে তাকে খাবার দিলাম । অত্যন্ত ক্ষুধার্ত মানুষ খাদ্য সামনে পেলে যা করে , মুহুর্তের মধ্যে সামনে রাখা সব পানি খেয়ে সাবাড় করল । এবার আবার গােয় লােকটি একটু আরাম করে বসল । আমি জিজ্ঞাসা কলম , এখন কােথায় যাবেন ?
কোথায় আর যাব । এ বিশাল পৃথিবীতে আমার কোথাও যাবার জায়গা নেই । পৃথিবীর সকলেই আমাকে ঘৃণা করে । আমার যাবার মাত্র একটি জায়গাই এখন অবশিষ্ট আছে , সেটি মাটির নিচে । কি সেখানে অনেক চেষ্টা করেও যেতে পারছি না । সম্ভবত কবরও আমাকে জায়গা দিতে নারাজ । – কেন , আপনার ঘরবাড়ি নেই ? কিসের আবার বাড়িঘর ? পােড়া কপালে কা ওসব থাকে । লােকটির ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল।
( পরবর্তি পোস্ট পেতে অপেক্ষা করুন)
আজ এই পযন্ত তবে জাবার আগে একটি কথা না বল্লেই নয়।
আপনারা যারা এখনো আমাদের কমেন্ট বক্স এ কমেন্ট করেননী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন
আজকের পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে।
এবং অবশ্যই অন্যদের শেয়ার করে এটি পড়ার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।