সম্প্রতি ভারতের গণমাধ্যমগুলো
থেকে জানা যায়, রোবট 2 এর কথা।।
রজনীকান্ত থাকবে যে সিনেমাতে সে সিনেমা হিট হবে না তা তো হবে না
রজনীকান্তের সিনেমা রোবট 2 তে অগ্রিম টিকিট বিক্রি করেছে 490 কোটি রুপি।
অগ্রিম হল বুকিং থেকে ১২০ কোটি, স্যাটেলাইট সত্ত্ব ১২০ কোটি, এবং ডিজিটাল সত্ত্ব বিক্রি করে ৬০ কোটি রুপি আয় করেছে। ছবিটি।
এছাড়া উত্তর ভারত সত্ত্ব কিনেছে ৮০ কোটি রুপিতে, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা ৭০ কোটি, কর্ণাটক ২৫ কোটি এবং কেরালা রাজ্য সত্ত্ব কিনেছে ১৫ কোটি রুপিতে সিনেমাটি।
এরআগে ভারতীয় ছবির ইতিহাসে সিনেমা ‘বাহুবলি ২’ মুক্তির আগে ৫০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিল।
তবে বিশেষজ্ঞদের মতে ‘২.০’ অতীতের সকল রেকর্ড ভেঙে দেবে।
ইতিমধ্যে ১২০ কোটি রুপি আয় করে তামিল চলচ্চিত্রের রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।
এতে অভিনয় করেছেন তা হল অক্ষয় কুমার, রজনীকান্ত ও হলিউড তারকা অ্যামি জ্যাকসনের মতো হাই প্রোফাইল
সকল তারকারা।
কিছুদিন আগেই দেখা গেল ছবিকে নিয়ে অনেকখানি বৈজ্ঞানিক কাল্পনিক। রোবট 2.0 সিনেমাটি চলতি মাসের 29 তারিখে মুক্তি পাবে। সিনেমাটি।
সিনেমাটিতে আকর্ষিত করার জন্য ব্যবহার করা হয়েছে নানা রকম কম্পিউটার গ্রাফিক্স।
ধন্যবাদ…….
Wow
Realky?
nice post
https://blog.jit.com.bd/90hz-120hz-refresh-rate-4648
nice
Nice