Cheap price backlink from grathor: info@grathor.com

মুসলিমদের মধ্যে দলাদলি নিয়ে কিছু কথা

আজকের সমাজে মুসলিমদের মধ্যে ব্যাপক দলাদলি লক্ষ্য করা যাচ্ছে । একেকজন নিজেকে একেক দলের অন্তর্ভুক্ত হিসেবে দাবি করছে এবং নিজের দলকে সঠিক বলে দাবি করেছে এবং বাকি দলগুলোকে ভুল বলে দাবি করেছে । অথচ সকলের রব একজন । তিনি হচ্ছেন আল্লাহ । সকলের জীবন বিধান একটাই ‌। সেটা হচ্ছে ইসলাম । সবাই  নাবি মানে একজন নাবিকে। তার নাম মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) । সবাই আল্লাহর দেয়া কুরআন এবং নাবির দেয়া হাদিসের কথাগুলো বিশ্বাস করে । তারপরও কেন এত দলাদলি ? আসলে, সবাই যদি নিজেকে মুসলিম পরিচয় দিতো তাহলে এত দলাদলি হতো না । মুসলিম পরিচয় বাদ দিয়ে যখন কোনো মুসলিম নিজেকে সুন্নি বা শিয়া বা হানাফী বা মালিকি বা শাফেয়ি বা হাম্বলি বা সালাফী বা আহলে হাদিস বা ওহাবী পরিচয় দেয় তখনই শুরু হয় দলাদলি । মতভেদ থাকতেই পারে । যখন কোনো মুসলিম চিন্তা করে আমিও মুসলিম সেও মুসলিম তখন আর দলাদলি থাকে না । কিন্তু আমি হানাফি সে আহলে হাদিস অথবা আমি সুন্নি সে ওহাবী তখনই শুরু হয় দলাদলি । সবাই যদি চিন্তা করে আমরা এক আল্লাহকে মানি । আমরা কুরআনের কথা মানি । আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মানি । এই মানতে গিয়ে মতভেদ থাকতে পারে । তাই বলে নিজেকে এক দলভুক্ত, অন্যকে আরেক দলভুক্ত করা ঠিক নয় । মনে রাখতে হবে কুরআনের উপদেশ যেমন সবার জন্য প্রযোজ্য ; কুরআনের উপদেশ যেমন কোনো দলের জন্য নয় । তেমনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সব মুসলিমদের জন্য । রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি এটা হানাফীদের হাদিস, এটা আহলে হাদিসদের হাদিস । আসুন দলাদলি ভুলে আমরা ঐক্যবদ্ধ হই ।

Related Posts

4 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No