হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন।
বন্ধুরা আপনার নানা ধরনের ভিডিও বানান অথবা আপনাদের যে কোন অ্যাপস অথবা আপনাদের যেকোনো ছবি আপনারা বিভিন্ন জায়গায় আপলোড করেন এবং সেটা আপনারা আজীবন রেখে দিতে চান এবং সেটা করেন আপনারা হচ্ছে গুগোল ড্রাইভ এর মাধ্যমে সেই গুগল ড্রাইভে একটাই সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনি যে ছবিটা আপলোড দেন সেই ছবিটা যদি লিংক কপি করে নিয়ে অন্যকে দেন তাহলে অন্যজন কিন্তু সেটি ডাউনলোড করতে পারেন না কারণ আপনি পারমিশনই দেননি ডাউনলোড করতে পারবে কিভাবে।
তো আপনাদের যদি গুগোল ড্রাইভ অ্যাপটি না থাকে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সরাসরি ওপেন করে ফেলবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের একটি জিমেইল একাউন্ট খুলতে হবে তো বন্ধুরা আপনাদের জিমেইল একাউন্টে ১৫ জিবি আপনারা আপলোড করে রাখতে পারবেন মানে একটা জিমেইলে ১৫ জিবি করে জায়গা পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা পারমিশনটা কিভাবে দিবেন এবং সঠিকভাবে কিভাবে আপলোড করবেন তার জন্য পুরোটা পড়তে হবে তো বন্ধুরা আপনাদের সঠিক ভাবে আপনারা গুগোল ড্রাইভ অ্যাপস এ চলে যান তারপর দেখতে পারবেন যে প্লাস আইকন। সেই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর তারপর সেখান থেকে আপলোডের অপশন পাবেন সেটার উপরে ক্লিক করে দিবেন তো বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনাদেরকে ফাইল ম্যানেজারটি অথবা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তখন আর আপনাদের পছন্দের ছবি আপনাদের ভিডিও আপনাদের অ্যাপস যেটা আপনারা আপলোড দিতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আপলোড এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনি যদি ওয়াইফাই ইউজ করে তাহলে অটোমেটিক আপলোড শুরু হয়ে যাবে এবং আপনি যদি ওয়াইফাই ইউজ না করেন তাহলে আপনি যদি ডাটা দিয়ে করতে চান তাহলে দেখতে পারবেন সেটা pause হয়ে যাবে সেটা চালু করতে আবার নোটিফিকেশন টান দিন টান দেওয়ার পর দেখতে পারবেন Resume now লেখা আছে সেটার ওপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন আবার আপলোড সুরু হয়ে যাবে। আপলোড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা সেইটার উপর চলে যাবেন সেখানে যাওয়ার পরে আপনারা তিন দাগ দেওয়া আইকন দেখতে পারবেন সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন link share off সেটা অফ আছে সেটার উপরে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন ওইটা on হিয়ে হয়ে যাবে।
তারপর থেকে আপনারা অন করার সাথে সাথে আপনাদের এই লিংকটি কপি হয়ে যাবে তারপর আপনার যেখানে খুশি সেখানে পেস্ট করে দিতে পারেন পেস্ট করে দিলেই হয়ে গেল এবং যাকে দিবেন সে এটা ডাউনলোড করতে পারবে সব কাজই করতে পারবে তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছেন।
তো বন্ধুরা, আজকে এপর্যন্তই আসসালামুআলাইকুম।