আসসালামুআলাইকুম! কেমন আছেন আপনারা সকলে? আশা রাখছি সবাই অনেক ভালো থাকবেন। বরাবরের মতই নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রক্তের সম্পর্ক নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ২০২২ – পৃথিবীতে রক্তের সম্পর্ক অনেক দামি একটা সম্পর্ক। তবে সব ধরনের সম্পর্ক কে আপনি রক্তের সম্পর্ক বলতে পারবেন না। তার মানে এমনটা একেবারেই নয় যে রক্তের সম্পর্ক থাকলেই শুধু আপন হওয়া যায়।
অনেক সময় রক্তের সম্পর্ক না থাকার সত্বেও অনেক মধুর সম্পর্ক তৈরি হয়। যেটাকে বলা হয় রক্তের সম্পর্কের চেয়েও বেশি। আর তাই যদি আপনি ভাবেন যে রক্তের সম্পর্ক থাকলেই সেটার মূল্য সবথেকে বেশি তাহলে আপনি ভুল করছেন। আপনার হয়তো এমন কেউ আছে যার সাথে আপনার সম্পর্কটা অনুভূতির যেটা রক্তের সম্পর্কের চাইতেও বেশি। এ ধরনের আর্টিকেল আরও পড়তে আমার প্রোফাইল: https://grathor.com/user/shuvo017/?profiletab=posts আজকে আমরা এই রক্তের সম্পর্কে কয়েকটি স্ট্যাটাস শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
রক্তের সম্পর্ক নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ২০২২
১. রক্তের সম্পর্ক কেবল রক্তের বাঁধনে হবে এমনটা নয় , বাস্তবিক রক্তের সম্পর্ক তো সেটাই যেখানে অনুভূতির বাঁধন থাকবে। যেখানে পর আপনার চেয়েও বেশি কিছু করবে। তখন সেটা রক্তের বাঁধনের সম্পর্ক না হলেও এর থেকেও বেশি কিছু হবে।
২. হুমায়ূন আহমেদ এর একটা কথা অনেক মনে পরে, তিনি বলেছিলেন অনেক সময় দুটি আত্মার মধ্যেকার সম্পর্ক রক্তের বাঁধনের সম্পর্ককেও অতিক্রম করতে সক্ষম হয়।
৩. রক্তের সম্পর্ক অনেক বড় হয়, কিন্তু মাঝে মাঝে কিছু সম্পর্ক এমনও হয় যেগুলো রক্তের বাঁধনের চেয়েও অনেক দামি। এই বন্ধনটি হচ্ছে ভালোবাসার বন্ধন।
৪. রক্তের সম্পর্ক না থাকার সত্বেও যে তোমার বিপদে এসে তোমাকে সাহায্য করে, সে কখনো তোমার পর হতে পারে না। সে তোমার আপন কেউ।
৫. শুধু রক্তের সম্পর্ক থাকলেই সেই সম্পর্ক মধুর হয়না, সম্পর্ক মধুর হয় অনেক কিছুর উপরে ভিত্তি করে। একটি সম্পর্কের মধ্যে থাকে হাসি্, কান্না, রাগ অভিমান সবকিছু।
৬. রক্তের সম্পর্ক এর চাইতেও পৃথিবীর সবথেকে কাছের এবং মধুর একটি সম্পর্ক হলো বেস্ট ফ্রেন্ড। যেটি সবার ভাগ্যে থাকে না, কিন্তু আপনার ভাগ্য যদি থাকে তবে আপনি ভাগ্যবান।
৭. পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতেও অনেক দামি হয়ে থাকে। ভাই/বোন তো সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে দামী উপহার।
৮. রক্তের সম্পর্ক তৈরী করার প্রয়োজন পড়ে না, তবে কিছু সম্পর্ক থাকে যেগুলো আমাদের তৈরি করে নিয়ে হয়।
৯. আজকালের সম্পর্কগুলো কেমন যেনো হয়ে গিয়েছে, রক্তের সম্পর্ক আর এমনি সম্পর্কের মাঝে যেন কোনো পার্থক্যই নেই।
১০. বন্ধুত্ব একমাত্র সম্পর্ক যেটি রক্তের সম্পর্ক না হলেও রক্তের সম্পর্কের মতই।
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রক্তের সম্পর্ক নিয়ে কয়েকটি স্ট্যাটাস। আশা করছি ভালো লেগে থাকবে, ভালো লাগল একটা শেয়ার তো হতেই পারে। আল্লাহ হাফেজ। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোনঃ https://facebook.com/groups/grathor.official/