আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ট্রিক্স নিয়ে এসেছি যা আপনাদের দৈনন্দিন জীবনে খুব ভালো একটা কাজে দিবে. আপনারা অনেকেই মোবাইলে পাসওয়ার্ড দিয়ে থাকেন অনেক সময় সেই পাসওয়ার্ড ভুলে যান, সে পাসওয়ার্ড ছাড়া কিভাবে আপনি আপনার মোবাইলের ছবিগুলো দেখতে পারবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো. এটার জন্য আপনাদের ফোনে কোন ইন্টারনেট কানেকশন অথবা কোন থার্ড পার্টি অ্যাপসের কোন প্রয়োজন নেই. শুধুমাত্র আপনার মোবাইলে গুগল ক্রোম থাকলেই চলবে. বন্ধুরা এটি খুব সহজ একটি ট্রিক্স এবং খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স. আমি আর কথা বাড়াবো না আমি সোজা চলে যাচ্ছি ট্রিক্স এর মধ্যে. আপনারা প্রথমে আপনাদের মোবাইলের গুগল ক্রোম টি ওপেন করবেন প্রথমে আপনার মোবাইলের নেট কানেকশন বন্ধ রাখবেন যদি অন করে রাখেন তাহলে আপনারা ট্রিক্সটি কাজে লাগাতে পারবেন না. গুগল ক্রোমে সার্চ বার এ গিয়ে লিখবেন file:///sdcard কোন স্পেস ছাড়া এই লেখাটি লিখবেন তারপর গো বাটনে ক্লিক করবেন. ক্লিক করার পর আপনার মোবাইলের স্ক্রিনে এসডি কার্ড এর সমস্ত ফাইলগুলো শো করবে. এখন আপনি যে ফাইলে আপনার পিকচার গুলো রেখেছিলেন সে ফাইলে ঢুকে আপনি আপনার কাঙ্খিত পিকচারটা ভিউ করে দেখতে পারেন. বন্ধুরা ট্রিক্সটি খুবই ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভালো কাজে লাগান তাহলে ভালো হবে কিন্তু কেউ খারাপ কাজে লাগাতে চেষ্টা করবেন না.
বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরো ভালো কিছু পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন.