হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন।আজ আবারো আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত পোস্ট।আমার পোস্টের বিষয় হচ্ছে আনন্দময় জীবনযাপনের উপায়।তো বন্ধূরা চলুন আর দেরি না করে শুরু করি
আনন্দময় জীবনযাপনের উপায়ঃ সুখ-দুঃখ,হাসি-কান্না নিয়েই আমাদের জীবন।এই হাসি কান্নার রঙ্গমন্ঞ্চে প্রত্যেক মানুষ চাই সুখে জীবনযাপন করতে।মানুষ একা বসবাস করে তাহলে একাকি সূখে থাকতে চাই অথবা তার পরিবার থাকলে তখন পরিবার পরিজন নিয়ে সূখে থাকতে চাই।অনেকেই হয়ত বা সুখে জীবনযাপন করার আনন্দ পাই আবার অনেকেই হয় ব্যর্থ
আমার টিপসগুলো শুনার পর আপনি কিছুক্ষণের জন্য হলেও আপনার মাঝে আনন্দ খোঁজে নেওয়ার চেষ্টা করবেন।
প্রথমতঃ অনেকেই মনে করে যে টাকা পয়সায় হল প্রকৃত সুখ।টাকা থাকলেই সুখ শান্তি থাকে।আসলে কথা টা তেমন একটা সঠিক নয় কারণ আমি মনে করি সুখ নির্ভর করে মানুষের চাহিদার উপর।মানুষ যদি অল্পতে নিজের চাহিদা মিটিয়ে সন্তুষ্ট থাকে তাহলে সে অল্পতেই যে সুখ সাচ্ছন্দ্যবোধ করবে তা হয়ত টাকা দিয়ে কেনা যাবে না।আর যদি মানুষ চাহিদা ” যত পাই তত চাই” এই ধরণের হয় তাহলে ত তাকে পৃথিবী এনে দিলেও সে শান্তি পাবে না বলবে মঙ্গল গ্রহ এনে দাও।এই ধরণের মানুষরা সব কিছু থাকা সত্তেও শুধু মাত্র কোন কিছুতে সন্তুষ্ট না থাকার কারণে আনন্দময় জীবনযাপন করতে পারে না।।
তাই আনন্দময় জীবনযাপন করতে হলে আমাদের প্রথমেই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার প্রবনতা থাকতে হবে।
দ্বিতীয়তঃ যারা অল্পতেই হতাশ হয়ে পড়ে তারা কখনো আনন্দময় জীবনযাপন করতে পারে না।কোন কিছু অর্জন করতে না পারলে বা কোন জায়গায় পরাজিত হলে তারা ভেঙ্গে পড়ে এতে করে তার আর ঘোড়ে দাঁড়ানোর মানসিক শক্তি পায় না।এভাবেই তাদের জীবন থেকে আনন্দ চলে যায়।
তাই আনন্দময় জীবনযাপন করতে চাইলে আপনার হতাশাকে দূরে রাখতে হবে।কারণ হতাশা মানুষকে নতুনভাবে পথচলার অনুপ্রেরণাকে তার পরাজয়ের মধ্যে বন্দী করে রাখে।কাজেই আনন্দময় জীবনযাপন করতে চাইলে আমাদের হতাশা গ্রস্থদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না।
সুখ-দুঃখ,হাসি-কান্না নিয়েই আমাদের জীবন।এই হাসি কান্নার রঙ্গমন্ঞ্চে প্রত্যেক মানুষ চাই সুখে জীবনযাপন করতে।মানুষ একা বসবাস করে তাহলে একাকি সূখে থাকতে চাই অথবা তার পরিবার থাকলে তখন পরিবার পরিজন নিয়ে সূখে থাকতে চাই।আমি মনে করি সুখ নির্ভর করে মানুষের চাহিদার উপর।মানুষ যদি অল্পতে নিজের চাহিদা মিটিয়ে সন্তুষ্ট থাকে তাহলে সে অল্পতেই যে সুখ সাচ্ছন্দ্যবোধ করবে তা হয়ত টাকা দিয়ে কেনা যাবে না।আর যদি মানুষ চাহিদা ” যত পাই তত চাই” এই ধরণের হয় তাহলে ত তাকে পৃথিবী এনে দিলেও সে শান্তি পাবে না বলবে মঙ্গল গ্রহ এনে দাও।এই ধরণের মানুষরা সব কিছু থাকা সত্তেও শুধু মাত্র কোন কিছুতে সন্তুষ্ট না থাকার কারণে আনন্দময় জীবনযাপন করতে পারে না।। হয়ত বা সুখে জীবনযাপন করার আনন্দ পাই আবার অনেকেই হয় ব্যর্থ।।তাই আমাদের এই অল্প পরিসরের জীবনে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা আনন্দময় জীবনযাপন করছি কিনা??
সবাই ভাল থেকো খোদা হাফেজ<