আসসালামু আলাইকুম।
আজকে আমরা জানবো লিংকড-ইন নিয়ে।
🔷লিংকড-ইন একটি সোশ্যাল মিডিয়া।এইটি ফেইসবুক/ইন্সটাগ্রামের মতই।এইখানে রয়েছে মেসেজ আদান প্রদানের সুবিধসহ, পোস্ট দেওয়ার সুবিধাও।এটি মূলত প্রফেশনাল ব্যক্তিদের পছন্দের সোশ্যাল মিডিয়া।বর্তমানে ৫০কোটিরও বেশি মানুষ প্রফেশনাল ক্যারিয়ার গড়তে লিংকডিন ব্যবহার করছেন।
🔷এইটি তৈরি করা হয় চাকুরিজীবী অথবা ব্যবসায়ীদের নেটওয়ার্কিং এর সুযোগ সুবিধার জন্য।
লিংকড-ইন মূলত আমাদের নিজেদের এবং নিজেদের কর্মজীবন বা কি কি স্কিল আমাদের আছে তা রিপ্রেজেন্ট করে।যেমনঃ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স, কোন বিষয়ে পারদর্শী,কম্পলিট প্রজেক্ট অথবা কাজ সবই এইখানে এড করা যায়।
🔷লিংকডিন আপনার ডাটাকে এনালাইসিস করে সে অনুসারে আপনার সাথে ম্যাচিং প্রোফাইল এড করার জন্য সাজেস্ট করবে।এইভাবে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হোন আপনাকে আরেকজন ওয়েব ডেভেলপার খুঁজে পেতে সাহায্য করবে।এতে করে নেটওয়ার্কিং এর মাধ্যমে রিলেশন বিল্ড আপ হবে।বিভিন্ন বড় বড় কোম্পানি গুলো লিংকডিনের মাধ্যমেই নিয়োগ দিয়ে থাকে।
🔷লিংকডিনের মাধ্যমে বিভিন্ন জব নিউজ যা আপনার পছন্দ সে অনুযায়ী সার্চ করে নোটিফিকেশন এলার্ট ক্রিয়েট করা যায়, এ জব নোটিফিকেশন আপনার মেইলে চলে যাবে।
🔷লিংকডিনে আপনি আপনার সিভি আপলোড করে রাখতে পারবেন।
🔷লিংকডিনের সামারি অপশনটি খুব শর্টকাটে নিজেকে রিপ্রেজেন্ট করে মত করতে হবে।
🔷লিংকডিনে অনেক ফিচার রয়েছে।যেমনঃ আপনি কোন স্কিলে পারদর্শী সেটি যুক্ত করতে পারবেন।আপনি কয়টি কোর্স শেষ করেছে তা সার্টিফিকেট সহ যুক্ত করতে পারবেন।কয়টি প্রজেক্ট শেষ হয়েছে সেটি যুক্ত করতে পারবেন।এক্সপেরিয়েন্সও এতে যুক্ত করা যায়।এছাড়া এইখানে রয়েছে এন্ডোর্সমেন্টের সুযোগ,যা আপনি কত টুকু কাজে পারদর্শী তা একজন ইমপ্লয়ারের কাছে তুলে ধরবে।
🔷স্টুডেন্ট থাকা অবস্থায়, অনার্স লাইফেই লিংকডিন খুলে ফেলা খুবই জরুরি। আর এই লিংকডিন প্রোফাইল প্রফেশনাল ভাবে তৈরি করা দরকার।লিংকডিন খোলার সময় অবশ্যই নিজের আসল নাম,শিক্ষাগত যোগ্যতা,প্রোফাইল ছবি,এক্সপেরিয়েন্স, যোগাযোগ তথ্য,গ্রুপে জয়েন,কি-ওয়ার্ড এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে।অবশ্যই একটি তথ্যবহুল প্রোফাইল আপনাকে চাকুরীর ক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখবে।
🔷ইন্টারন্যাশনাল এবং দেশ বিদেশের বিভিন্ন কোম্পানির গ্রুপ জয়েন এবং তাদের পেইজে লাইক দিয়ে রাখতে পারেন।এতে করে আপনি তাদের সম্পর্কে আপডেট গুলো জানতে পারবেন।
🔷লিংকডিন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।এর প্রতিষ্ঠাতা “রেইড হফম্যান”।এইটি মাইক্রোসফটের অধীনস্থ কর্মসংস্থান ভিত্তিক সার্ভিস।লিংকডিনে ৬৭৫মিলিয়ন সদস্য রয়েছে।
🔷এই লিংকডিন এর ফ্রন্ট এবং ব্যাক-এন্ড এর জন্য ব্যবহার করা হয়েছে জাভস্ক্রিপ্ট,জাভা,স্কালা।তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত ডাটাবেজ হচ্ছে ভলডেমর্ট যা লিংকড-ইনের ডেভেলাপ করা।
🔷লিংকডিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রফেশনালিজম মেইনটেইন করতে হবে।হুটহাট কাউকে ব্যক্তিগত প্রশ্ন করা যাবেনা অথবা মেসেজ করা যাবেনা।
🔷www.linkedin.com এ ঢুকে নাম,ইমেইল, পাসওয়ার্ড দিয়ে আপনি এইখানে একাউন্ট খুলতে পারবেন।
🔷লিংকডিন প্রোফাইলটিকে ফেইসবুক অথবা ইন্সটাগ্রামের মত কখনোই ব্যবহার করা উচিত না।এইখানে প্রফেশনাল মানুষকে যুক্ত রাখা বেশি প্রয়োজন।
আশা করি লিংকডিন সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে কিছুটা হলেও বুঝাতে সক্ষম হয়েছি।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো থাকবেন।
ধন্যবাদ।