শিহ্মা কোন পন্য নয়,শিহ্মা আমাদের অধিকার

আশাকরি  সবাই ভালো আছেন।আজকে শিহ্মা নিয়ে আলোচলা করবো।চলুন আলোচনায় চলে যাই।

শিহ্মা সুধু ধনিদের নয়।গরীব অসহায় সকলের জন্য সমান অধিকার।আমরা আগে টিভি বা অন্যান্য প্রচার মাধ্যমে এই শিহ্মা নিয়ে অনেক কথা-বার্তা, নাটক,সিনেমা ইত্যাদি করা হতো।

তখন এই কাজের অনেক ফল পাওয়া ও গেছে। কাজ করা শিশু স্কুল সময়ে স্কুলে গেছে।কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটি অনেকটা কমে গেছে।অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করছে।

যেখানে শিশু শ্রম নিসিদ্ধ।সেখানে এখন আবার দেখা যাচ্ছে।অনেকে বলতে পারেন যে কোথায় আমরা তো দেখছিনা।আপনাদের বলছি আপ্নারা আপনাদের চারপাশে একটু খেয়াল করে দেখেন ঠিন এই দেখবেন।

হোটেল চায়ের দোকানে পিছনে কে ভাতের প্লেট পরিস্কার করে,কে চায়ের দোকানের কাপ ধোয়।চোখ খোলা রাখলেই দেখতে পারবেন।

তাই সবাই উদ্যেশে বলতেছি আপ্নারা এই শিশু শ্রম যাতে পুরো বন্ধ হয়।তার জন্য বেশী বেশী করে প্রচার করেন।

✌কস্টো করে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ

Related Posts

14 Comments

মন্তব্য করুন