আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়।
প্রকৃতির নির্দিষ্ট সময় ঘুরে শীতকাল হাজির হয় আমাদের সামনে। শীতকালের আমাদের দেশের প্রকৃতি এক নতুন রূপ ধারণ করে থাকে।চারদিকে আবহাওয়া বেশ রুক্ষ হয়ে উঠে ,বাতাসে এক ধরণের আদ্রতা বিরাজ করে। এই সময় কৃষকদের মুখে হাসি ফুটে। তাদের স্বপ্নের সোনার ফসল তারা তখন তাদের ঘরেতুলে। তবুও শীতকাল রয়েছে অনেকের পছন্দের এবং প্রিয় তালিকায়।
শীতকাল তার আবহ নিয়ে ,তার রং ,রূপ এবং মেজাজ নিয়ে আমাদের প্রিয় একটি কাল হয়ে উঠে। এই সময়ের প্রকৃতির হিমশীতলতায় মানুষের মাঝে প্রেমের নতুন উদ্যাগ তৈরি করে দেয়। চলুন তাহলে জেনে নেয়া যাক শীতকাল নিয়ে কয়েকটি বিশেষ রোমান্টিক উক্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে।
শীতকাল নিয়ে রোমান্টিক উক্তি
- ১.শীতকালে চারদিকে রুক্ষতা
- শুধুমাত্র কাছের আপনজন শেষ ভরসা।
- ২.পাশাপাশি তুমি আমি আর এক কাপ চা ‘
- শীতকালে এর চেয়ে মধুর নেই কিছু আর।
- ৩.শীতকালের সুভাষের মত এলে তুমি জীবনে
- চারদিকে আনন্দের সুভাষ ভরিয়ে এনে দিলে।
- ৪.শীতকাল প্রকৃতির রূপ ফুটে উঠে ভিন্নভাবে
- পাশাপাশি তুমি থাকলে সবকিছু মধুর লাগে।
- ৫.শীতকালে হয়ে উঠে শুষ্ক
- কিন্তু প্রিয়জনের সাথে ভালোবাসা হয়ে উঠে অম্লান।
- ৬.শীতকালের রুক্ষতার থেকে মধুর হয়ে উঠে
- যদি ভালোবাসায় এই জীবন পরিপূর্ণ থাকে।
- ৭.তোমার আমার এই লাল নীলের সংসারে
- দুঃখের মতো শীতকাল বেশ ক্ষণস্থায়ী হয়ে উঠে।
- ৮.শীতকাল প্রকৃতি রুক্ষ হয়ে উঠে কিন্তু কিছুর সময়ের পর কেটে যায় এই রুক্ষতা
- তেমনি প্রিয়জনের সাথে কোন ধরণের ঝগড়া বেশিক্ষন ক্ষণস্থায়ী রাখতে হয় না আমাদের।
- ৯.প্রকৃতিতে সময় ঘুরে এসেছে শীতকাল
- বাতাসে লেগেছে দোলা লেগেছে উৎসবের আমেজ।
- ১০.শীতকালে প্রকৃতি সাজে এক নব রূপে
- যেমনি তুমি সাজো আমার প্রিয় রঙে।
- ১১.তুমি শীতের মুগ্ধতা
- ভোরের কুয়াশার প্রাণচঞ্চল ছোঁয়া।
- ১২.শীতের হিমশীতলতা ভরিয়ে দিলে মনে
- ভালোবাসার রঙ নিয়ে এলিয়ে দিলে জীবনে।
- ১৩.শীতের এই সময়ে
- থাকতে চাই তোমার পাশে
- হাঁটতে চাই তোমার সাথে
- রাঙিয়ে যেতে চাই তোমার এই ভুবনে।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।আজকের পোস্ট নিয়ে আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে।সেই সাথে নতুন কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে আপনি আপনার মতামতের শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন