আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।
আমাদের জীবনটা বড়োই অদ্ভুদ। প্রতিদিন নানা ধরণের কাজে নিজেকে ব্যস্ত রাখতে হয়। কোনো কাজের সফলতা যেমন ভালো বাক্যের উপর নির্ভর করে ঠিক তেমনি করে কোনো কাজের বিফলটাও নির্ভর করে কাজের ধরণের উপর। কোনো কাজ কতটা ভালো হবে কিংবা খারাপ তা নির্ভর করে থাকে আপনার হবে। শুভ কামনা নিয়ে উক্তি –
আমরা যখনি কোনো শুভ কাজে যায় আমাদের মনে অনেক ধরণের ভয়,নানা ধরণের চিন্তা ,নানা ধরণের শংকা কাজ করে থাকে। তাই আমরা ঘাবড়ে যাই ,ভয় পাই কিংবা অনেক সময় সেই কাজটিও সফলতার সাথে সম্পাদন করতে পারি না। কিন্ত কোনো কাজের পূর্বে আমাদের যদি শুভ কামনা দেওয়া হয় তাহলে ভয় ,শংকা যেমন কাজ করে না ঠিক তেমনি করে কাজেও সফলতা পাওয়া যায়।
আজ আমি শুভ কামনা নিয়ে কিছু উক্তি তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে।
১.যতটা দূরে যাও ভয় পেয়ো না
সফলতা ছিনিয়ে আনো ঘাবড়ে যাবে না।
২.আকাশের জন্য যেমন নীলিমা প্রয়োজন
তেমনি তোমার জন্য শুভ কামনা প্রয়োজন।
৩.মনের মধ্যে সাহস নিও
ভয় এলে মোকাবেলা করো।
৪.কাজের পূর্বে সৃষ্টিকর্তার নিকট অনুগ্রহ করো
তোমার জন্য রইলো তাই অনেক শুভ কামনা।
৫.শুভ কামনায় প্রতি কাজে
সাফল্যের হার বহুগুনে বাড়িয়ে তুলে
৬.কাজে সফলতা অর্জন না করলেও
শুভ কামনা থেকে পাওয়া অনুপ্রেরণা কখনো না কখনো কাজে দিবেই।
৭.শুভ কামনা সাফল্য অর্জনের পূর্বশর্ত।
৮.হতে পারে তোমার দিন ভালো না কাটুক
কিন্তু শুভ কামনা থাকলে ভালো কিছু ঘটবেই।
৯.জীবনে হয়তো সবাইকে খুশি করতে কেউ পারেনা
কিন্তু কিছু কিছু মানুষের শুভ কামনায় জীবনে চলার পথে অনেক কাজে দেয়।
১০.শুভ কামনা একটি আশীর্বাদের মতো
কারণ কাছের মানুষরাই শুভকাম দেওয়ার যোগ্যতা রাখে।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন