শেয়ার ক্রয় বিক্রয়ের নিয়ম বা গাইডলাইন সম্পর্কে থাকছে আজকের এই আর্টিকেলটা। শেয়ার মার্কেট (Stock Market) এর ব্যাপারে আমরা অনলাইনে যারা কাজ করি তারা প্রায় সবাই অবগত। মূলত বিভিন্ন কোম্পানিরা তাদের কোম্পানির শেয়ার ছোট ছোট হারে ভাগ করে সেগুলোকে বিভিন্ন মার্কেটপ্লেসে অফার করে থেকে।
এইবার একজন বিনিয়োগকারী চাইলে তার প্রয়োজন অনুযায়ী যে কয়টি শেয়ার কিনতে চায় সেটি কিনে নিয়ে পারে। শেয়ার মার্কেট ক্রয় বিক্রয় করার খেলা বুঝতে হলে আপনাকে প্রথমত বুঝতে হবে শেয়ার মার্কেট মূলত কিভাবে কাজ করে।
একটু আগেই বলেছি কোম্পানীরা তাদের শেয়ার বিভিন্ন মার্কেটপ্লেসে অফার করতে পারে, অন্যদিকে বিভিন্ন বিনিয়োগকারীরা সেগুলো নিজস্ব অর্থের মাধ্যমে কিনে নিতে পারে। শেয়ার মার্কেট উক্ত কোম্পানির শেয়ার যেকোনো দিন বা যেকোনো সময়ে বেড়ে যেতে পারে অথবা হ্রাস পেতেও পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে কোম্পানির উপরে।
যখন উক্ত ক্রয়কৃত শেয়ার এর মুল্য বৃদ্ধি পাবে তখন বিনিয়োগকারী উক্ত শেয়ারটি আরেকজনের নিকট বিক্রি করে মুনাফা আয় করতে পারবে। ধরুন আপনি একটি কোম্পানির শেয়ার ১০ টাকা করে কিনে নিলেন। বিভিন্ন কারণে শেয়াটির দাম কিছুদিন পর ১৫ টাকা হয়ে গেলো, এক্ষেত্রে উক্ত শেয়ার বিক্রি করে আপনি ৫ টাকা বেশি লাভ করলেন।
একইভাবে এই শেয়ারটির দাম ১০ টাকা থেকে ৮ টাকায় নেমে আসতে পারে। এই পুরো প্রক্রিয়াটি আপনাকে বুঝে শুনে তারপর শেয়ার মার্কেটে ক্রয় বিক্রয় করতে হবে।
শেয়ার মার্কেটে ক্রয় বিক্রয়ের নিয়ম ২০২২
এমনিতে শেয়ার মার্কেট থেকে কিভাবে শেয়ার ক্রয় করবেন বা বিক্রয় করবেন সেটি আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখার মাধ্যমে শিখে নিতে পারবেন, আমি কেবল আপনাদের ক্রয় বিক্রয়ের সম্পর্কে টিপস দেব।
দেখুন শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ার আপনি তখনই কিনবেন যখন সেটির মূল্য কম থাকবে এবং ভবিষ্যতে এর মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভবনা থাকবে। তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন?
এখানেই আসে মূল বিষয়ের। আপনাকে অবশ্যই শেয়ার মার্কেট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কোনো কোম্পানির শেয়ার ক্রয় করার ক্ষেত্রে উক্ত কোম্পানির সম্পর্কে ভালোমতো রিসার্চ করে নেওয়াটা জরুরি। তাইতো শেয়ার ক্রয় করার পূর্বে ভবিষ্যৎ সম্ভবনা এর বিষয়টি মাথায় রাখা বেশি জরুরি।
অন্যদিকে শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে লক্ষ রাখতে হবে মূল্যের বিষয়টি। আপনি একটি শেয়ার ১০ টাকা দিয়ে কিনলেন, আজ সেটি ১১ টাকা হয়ে গেলো। তাই বলে কি আপনি সেটি আজ বিক্রি করবেন? আপনাকে বুঝতে হবে পুরো বিষয়টা। যখন আপনি বুঝবেন যে যে শেয়ারটি আজ ১১ টাকা মূল্যে চলছে সেটি কিছুদিন পর হয়তো আরো বৃদ্ধি পেতে পারে।
তাই সে সময়ে শেয়ারটি বিক্রি করলে আপনার মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। মূলত শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় করার মূল প্রক্রিয়াটি হচ্ছে এমন। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কোটিপতি হয়েছে মানুষ তেমনি সব হারিয়েছে এমনও মানুষ আছে।
তাই যদি আপনি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন তবে প্রথমে শেয়ার মার্কেটের সম্পর্কে বুঝার চেষ্টা করুন, এরপর শেয়ার কেনাবেচা করবেন।