আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।
এসাইনমেন্ট সিরিজের উত্তর প্রদানের ধারাবাহিকতায় আমি আজ নিয়ে এসেছি ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট। আশা করি নবম শ্রেণির শিক্ষার্থীদের উপকার হবে।
#ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণির পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট ঃ
১.
(ক)তাপ ধারণ ক্ষমতা কাকে বলে?
উত্তরঃকোন বস্তুর তাপমাত্রা 1k বাড়াতে হলে যে তাপের প্রয়োজন হয় তাকে সেই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে।
(খ)মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন?ব্যাখ্যা কর।
উত্তরঃমাটির কলসিতে পানি ঠান্ডা থাকে। কারণ মাটির কলসিতে পানি বাষ্পায়নের মাধ্যমে বের হয়ে আসে।ফলে তাপমাত্রা কমে পানিকে ঠান্ডা রাখে।
বাস্পায়নের সময় পদার্থ তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়।এই রুপান্তরেএ জন্য যে সুপ্ততাপের প্রয়োজন হয় তরল পদার্থ তা ওই তরল সংলগ্ন বস্তু থেকে সংগ্রহ করে।মাটির বস্তুটির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র পানির বাষ্পায়নের সময় যে সুপ্ততাপের প্রয়োজন হয় তা ভেতরের পানি সরে আসে।ফলে পানির তাপমাত্রা কমে যায়।তাই মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে।
(গ)বস্তু কতৃক বর্জিত তাপ নির্ণয় কর।
উত্তরঃদেওয়া আছে,
বস্তুর ভরm=50 kg=50×10^-3kg
বস্তুর আংশিক তাপ s=1500jkg
তাপমাত্রার পার্থক্য
T=(120-30)°c
T=90°C
T=90k
বস্তু কতৃক বর্জিত তাপ
=msT
=(50×10^-3×1500×90)j
=6750jAns.
(ঘ)উদ্দীপকের তথ্যগুলো ক্যালরিমিতির মূলনীতি সমর্থন করে কিনা ব্যাখ্যা কর।
উত্তরঃদেওয়া আছে,
পানির ভর m1=150 gram
পানির আপেক্ষিক তাপ S1=4200 jkg-1k-1
পানির আদি তাপমাত্রা T1=20°C.
মিশ্রনের তাপনাত্রা T2=30°C
সুতরাং তাপমাত্রার পার্থক্য
T=(T2-T1)
T=(30-20)
T=10
আমরা জানি,
পানির গৃহীত তাপQ1
=m1S1T1
=(150×10-3×4200×10)
=6300 j
আবার,
ক্যালরিমিটারের ভর m2=50g=50×10^-3
আপেক্ষিল তাপ S2=900jkg-1k-1
আদি তাপমাত্রা T=20°c
সুতরাং তাপমাত্রার পার্থক্য
T2=(T-T.)
T2=(30-20)°c.
T2=10°c
আমরা জানি,
পানি ও ক্যালরিমিতির মূলতাপ
Q=Q1+Q2
Q=6300+450
Q=6750j
ক্যালরিমিটারে গৃহীত তাপ
Q2=m2Q2T2
Q2=(50×10^-3×900×10)
Q2=450j
সুতরাং ক্যালরিমিতির মূলনীতি সমর্থন করে।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন