যতই দিন যাচ্ছে আমরা ততই খারাপের দিকে ধাবিত হচ্ছি।চুরি,ছিনতাই,ডাকাতি যেমন অনেকাংশে বন্ধ করা হচ্ছে। অন্যদিকে যারা এটা পেশা হিসেবে বেছে নিয়েছে তারাও এটা অভিনব কায়দায় করে যাচ্ছে।তেমনি জানা গেছে ঢাকাতে যারা গাড়ি চালায় তারা এটার সম্মুখীন হয়েছে।চলতি পথে গাড়ির সামনের গ্লাসের উপরে কেউ ডিম ছুড়ে মারছে।আর তা পরিষ্কার করতে নামলেই ছিনতাই হচ্ছে সবকিছু।তাই যারা গাড়ি চালান তারা এরকম পরিস্থিতির মুখোমুখি হলে ডিম পরিষ্কার করার জন্য গাড়ি থেকে নামা যাবে না।নিজের নিদিষ্ট গন্তব্যেে গিয়ে তারপরে যা করার করবেন।সবাইকে সাবধান করার জন্যই এই পোস্ট ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন।
New call interface in WhatsApp
WhatsApp is close to launching a new in-call user interface. Earlier this year, the popular instant messaging platform was seen...